Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টেস্ট স্পেশালিস্টে’র টি-টোয়েন্টি সেঞ্চুরি


২ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৮

মার্নাস লাবুশানেকে ক্রিকেটবিশ্ব চিনেছে গত অ্যাশেজে। স্টিভেন স্মিথের ইনজুরিতে প্রথম কনকাশন (বদলি খেলোয়াড়) হিসেবে ব্যাটিংয়ে নেমে ইতিহাস গড়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তারপর ব্যাট হাতে বহু ইতিহাসই গড়েছেন ২৬ বছর বয়সী তারকা। টেস্টে বছর দেড়েক ধরে এতো দুর্দান্ত ব্যাটিং করলেন আর রঙিন পোশাকের দলে বারবার উপেক্ষিত থেকে গেলেন বলে ‘টেস্ট স্পেশালিস্ট’ হিসেবেই পরিচিত পেয়েছেন লাবুশানে।

বিজ্ঞাপন

১৪ টেস্টের ক্যারিয়ারে টানা তিন সেঞ্চুরিসহ তিন অঙ্কের কোটা পেরিয়েছেন মোট চারবার। তার মধ্যে একটা ডাবল সেঞ্চুরিও আছে। অর্ধশতক করেছেন ৮টি। টেস্টে তার গড় ৬৩.৪৩। এই অভাবনীয় পরিসংখ্যানও তাকে ‘টেস্ট স্পেশালিস্ট’ ভাবতে ভূমিকা রেখেছে। তবে লাবুশানে ধীরে ধীরে প্রমাণ করছেন তিনি শুধু সাদা পোশাকে নয়, রঙিন পোশাকেও আলো ছড়াতে পারেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৭ ওয়ানডে খেলার সুযোগ পাওয়া ক্রিকেটারের গড় ৫০.৮৩। সেঞ্চুরি একটা, ফিফটি দুটো। তবে টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি। ঘরোয়া পর্যায়েই টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ১০টি, গড় ১২.১২! তবে এসব পরিসংখ্যান পেছনে ফেলে কাল টি-টোয়েন্টিতেও কাঁপিয়ে দিলেন লাবুশানে।

কদিন পর থেকে ইংল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। করোনাকালের সিরিজের দলে লাবুশানেকে রেখেছে অজি টিম ম্যানেজম্যান্ট। কাল প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে মাত্র ৫১ বলে সেঞ্চুরি করেছেন তিনি। রঙিন পোশাকের ক্রিকেটে এবার লাবুশানেকে নিয়ে ভাবতেই পারে অস্ট্রেলিয়া!

কাল প্রস্তুতি ম্যাচে প্যাট কামিন্স একাদশের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন অ্যালেক্স ক্যারেও। দুজনের সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছিল অ্যারন ফিঞ্চ একাদশ। দিন শেষে ৩২ রানে ম্যাচ জিতেছে লাবুশানের দল।

অস্ট্রেলিয়া ক্রিকেট ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ ২০২০ মার্নাস লাবুশানে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর