Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে ডেভিড ক্যাপেল


২ সেপ্টেম্বর ২০২০ ২০:১৫

দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক কোচ ও ইংলিশ অলরাউন্ডার ডেভিড ক্যাপেল। আজ বুধবার (২ সেপ্টেম্বর) নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

২০১৮ সালে ব্রেন টিউমার ধরা পরে ডেভিড ক্যাপেলের। সেই অসুখটিই পৃথিবী ছাড়তে বাধ্য করল একটা সময় কাউন্টি ক্লাব নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে মাঠ কাঁপানো এই অলরাউন্ডারকে।

১৯৮৭ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। ওয়াসিম আকরাম, ইমরান খানের বিপক্ষে অভিষেকেই করেছিলেন ৫৩ রান। আন্তর্জাতিক ক্যারিয়াটা অবশ্য লম্বা করতে পারেননি। ১৫ টেস্টে দুই ফিফটিতে রান করেছেন ৩৭৪। উইকেট নিয়েছেন ২১টি। ওয়ানডে খেলেছেন ২৩টি। তাতে রান ৩২৭, উইকেট ১৭। তবে ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।

প্রথম শ্রেণীতে ৩১৩ ম্যাচ খেলে রান করেছেন ১২ হাজার ২০২টি। উইকেট নিয়েছেন ৫৪৬টি। লিস্ট ‘এ’র ৩৪৫ ম্যাচ খেলে ৭ হাজার ১১ রান করেছেন, উইকেট নিয়েছেন ২৮১টি। লিস্ট ‘এ’র শেষ ম্যাচ খেলেছেন ২০০২ সালে। ক্রিকেট ছাড়ার পর কোচিং শুরু করেন ক্যাপেল। ২০১৬ সালে তাকে নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ সুনামের সঙ্গেই বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্ব পালন করেছেন ইংলিশ তারকা।

ডেভিড ক্যাপেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ইংলিশ ক্লাব নর্থহ্যাম্পটনশায়ার।

ইংল্যান্ড ক্রিকেট ক্রিকেটারের মৃত্যু ডেভিড ক্যাপেল বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর