ডেভিড ক্যাপেলের মৃত্যুতে বিসিবির শোক
২ সেপ্টেম্বর ২০২০ ২১:১১
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক কোচ ডেভিড ক্যাপেলের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ৫৭ বছর বয়সী ইংলিশ কোচ ক্যাপেল আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নর্দাপটনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০১৮ সালে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর সুস্থ হয়ে ওঠা হয়নি। অবশেষে মরণঘাতী এই রোগের কাছেই তাকে হার মানতে হলো।
বুধবার (২সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জ্ঞাপন করে টাইগার ক্রিকেট প্রশাসন। ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন ডেভিড। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট ২১ ওয়ানডে খেলা ক্যাপেল আন্তর্জাতিক ক্রিকেট খুব একটা সাফল্যা না পেলেও প্রথম শ্রেণীতে ৩১৩ ম্যাচ খেলে রান করেছেন ১২ হাজার ২০২। উইকেট নিয়েছেন ৫৪৬টি। লিস্ট ‘এ’র ৩৪৫ ম্যাচ খেলে ৭ হাজার ১১ রান করেছেন, উইকেট নিয়েছেন ২৮১টি। লিস্ট ‘এ’র শেষ ম্যাচ খেলেছেন ২০০২ সালে। ক্রিকেট ছাড়ার পর কোচিং শুরু করেন ক্যাপেল।