Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সিরিজের পর লঙ্কান প্রিমিয়ার লিগ


৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম আসর মাঠে গড়ানোর কথা ছিল গত আগস্টের ২৮ তারিখ। ওই সময়ে দেশটিতে করোনাভাইরাসের প্রকোপও তেমনটা ছিল না। তবুও শঙ্কার কথা ভেবে টুর্নামেন্ট শুরুর অনুমতি দেয়নি শ্রীলঙ্কান সরকার। পিছিয়ে যাওয়া টুর্নামেন্টটা শুরু হচ্ছে আগামী নভেম্বরের ১৪ তারিখে।

অক্টোবরের শেষভাগ থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজের পর থেকেই শুরু হবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আশা করছে লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর শুরু হবে ১৪ নভেম্বর থেকে।’

বিজ্ঞাপন

প্রথম আসরে অংশ নিবে পাঁচটি দল। পাঁচ শহরের নামে করা হয়েছে ফ্যাঞ্চাইজিগুলোর নামকরন। টুর্নামেন্টের দৈর্ঘ্য ১৫ দিন। মোট ম্যাচ ২৩টি। শ্রীলঙ্কার তিনটি ভেন্যু ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে স্টেডিয়াম ও মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

উল্লেখ্য, করোনার প্রকোপ কমাতে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছে গত জুলাইয়ে। ফ্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোও মাঠে গড়িয়েছে ইতোমধ্যে। বিগব্যাশ শুরু হয়েছে, এই মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) খেলা চলছে। সবকিছু ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। ক্রিকেটের এতো আয়োজন দেখেই হয়তো নিজেদের স্থগিত হয়ে থাকা টুর্নামেন্টটা মাঠে গড়ানোর সাহস করল শ্রীলঙ্কা!

করোনাকালে ক্রিকেট লঙ্কান প্রিমিয়ার লিগ শ্রীলঙ্কান ক্রিকেটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর