তৃতীয় রাউন্ডে সেরেনা, মারের বিদায়
৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৪
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন পুরুষ টেনিসের সাবেক নাম্বার ওয়ান তারকা অ্যান্ডি মারে। এদিকে, নারী এককে দারুণ জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।
মারে যে আর আগের অবস্থানে নেই সেটা ভালোভাবেই বুঝা যাচ্ছিল। গত বছরের জানুয়ারিতে নিতম্বে অস্ত্রোপচার করিয়েছেন ব্রিটিশ তারকা। তারপর এককভাবে গ্র্যাান্ড স্লাম খেলতে নামলেন এই প্রথম। অস্ত্রোপচারের ধকল হয়তো এখনো কাটিয়ে উঠতে পারেনি তার শরীর!
প্রথম রাউন্ডে জাপানের নিশিওকার বিরুদ্ধে শুরুর দুই সেট হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছিলেন। কাল আর পারেননি। কানাডার অগার আলিয়াসিমের বিপক্ষে হেরেছেন সরাসরি সেটে। ২-৬, ৩-৬, ৪-৬ ব্যবধানে।
ম্যাচ শেষে বললেন আর একটা গ্র্যান্ড স্লাম জেতা যে তার জন্য কঠিনই হবে সেটা বুঝে গেছেন তিনি, ‘স্বাভাবিক নিতম্ব নিয়েই গ্র্যান্ড স্লাম জেতা কঠিন। আর এখন তো…। তবে আমি চেষ্টা করে যাব, কেন করব না? নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। তারপর যদি না পারি, ঠিক আছে।’
এদিকে, নারী এককে রাশিয়ার মার্গারিটা গাসপারিয়ানকে স্রেফ উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন মার্কিন কিংবদন্তি সেরেনা। ৬-২, ৬-৪ সেটে জিতেছেন সেরেনা। পরের রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী স্বদেশী স্লোয়ানে স্টিভেনস।