Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড গবেষকদের সঙ্গে টাইগারদের সভা


৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩২

চলতি মাসেই টাইগারদের শ্রীলঙ্কা সফর। তার পরের মাসের ২৪ তারিখ থেকে স্বাগতিকদের বিপক্ষে শুরু হবে সফরকারীদের তিন ম্যাচ সিরিজের টেস্ট। তো করোনা অতিমারির সময়ে গড়ানো এই সিরিজে প্লেয়ার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট কী করে বিমানে ভ্রমন করবে, কী করে টিম হোটেলে থাকবে এবং হোটেল থেকে ভেন্যুতে ভ্রমন করবে এসব গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে গত বৃহস্পতিবার দেশের দুই খ্যাতিমান কোভিড গবেষকের সঙ্গে জাতীয় দল ও হাইপারফরম্যান্স দলের মোট ৫০ ক্রিকেটারের ভিডিও সভার ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সভায় তারা আসন্ন সিরিজে এই সকল বিষয়াদি লাল সবুজের যোদ্ধাদের সঙ্গে আলোচনা করেছেন। শুধু তাই নয়, আলোচনায় প্রাধ্যান্য পেয়েছে করোনা ভাইরাস কি, কি করে এর সংক্রমন ছড়ায় এবং কি করেই বা অদৃশ্য এই শত্রুমুক্ত থাকা যায়?

বিজ্ঞাপন

গবেষক হিসেবে সেদিনের অনলাইন সভায় যে দুজন এসেছিলেন তারা স্ব স্ব ক্ষেত্রে ইতোমধ্যেই দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছেন। পেশাগত জীবনে সরকারের বিভিন্ন টেকনিক্যাল কমিটির সঙ্গে কাজ করে থাকেন। একজন যুক্তরাজ্য বেইসড ও অপরজন ঢাকা বিশ্ববিদ্যালয় বেইসড। সভা শেষে বিসিবিকে অনুরোধ করেছেন যেন তাদের নাম প্রকাশ্যে না আসে। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই লঙ্কা সফরের ভিন্ন ভিন্ন গাইডলাইন তৈরী করবে বিসিবির মেডিকেল ইউনিট।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) সারাবাংলাকে এতথ্য দিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানালেন,‘সভাটি ছিল মূলত কোভিড সচেতনতামুলক। সামনে শ্রীলঙ্কা সিরিজ। প্লেয়াররা ভ্রমন করবে, হোটেলে থাকবে। কীভাবে এসব করবে সে ব্যাপারেই সভাটি হয়েছে। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শ্রীলঙ্কা সিরিজ। দুজন বিশেষজ্ঞ ছিলেন। ওনারা ওনাদের নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। ওনারা দুইজনই গবেষক, বাংলাদেশ সরকারের বিভিন্ন টেকনিক্যাল কমিটির সঙ্গে কাজ করছেন। একজন ইংল্যান্ড বেইসড, একজন ঢাকা বিশ্ববিদ্যালয় বেইসড। শ্রীলঙ্কা সফরের আগে আমরা ওনাদেরকে নিয়ে গাইডলাইন তৈরী করছি; বিমানের গাইডলাইন, হোটেলের গাইডলাইন, হোটেল থেকে মাঠে ভ্রমনের গাইডলাইন। প্রতিটি জায়গায়ই তো আমাদের গাইডলাইন লাগবে। ওনাদের মাধ্যমে আমরা প্রোটোকলগুলো তৈরী করছি যেন সফরটি নিরাপদ হয়। প্লেয়ারদের সঙ্গে ওনারা কথা বলেছেন বেসিক কিছু বিষয় নিয়ে। ভাইরাস কি, কীভাবে ছড়ায়, কীভাবে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি। সভায় জাতীয় দল ও এইচপির ৫০ ক্রিকেটার ছিল।’

করোনাভাইরাস টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর