মেসি থাকছেন বলে বার্সেলোনা সমর্থকদের উল্লাস
৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৯
লিওনেল মেসি বুরোফ্র্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার ঘোষণা দিলে রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল বার্সেলোনার সমর্থকরা। ‘যেও না মেসি’ অনুরোধ নিয়ে বসেছিলেন সমর্থকরা। মেসি বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সমর্থকরা উল্লাস করবেন না তা কী হয়! গতকাল গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, আগামী মৌসুমে স্পেনের ক্লাবটিতেই থাকছেন তিনি। খবরটি ছড়িয়ে পরার পর রাস্তায় নেমে উল্লাস করেছেন বার্সেলোনার সমর্থকরা।
বার্সেলোনার সদর দফতরের সামনে জড়ো হয়ে উল্লাস করেছেন অনেক মানুষ। বিভিন্ন জনের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন প্ল্যাকার্ড। সংবাদমাধ্যকে বিভিন্নজন বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। ওরিয়ল ভিভেস নামের এক সমর্থক বলেছেন, ‘মেসি আরও এক বছর থাকছেন তার মানে আমরা তার সর্বোচ্চটা কাজে লাগাতে পারবো। স্টেডিয়ামে গিয়ে তার খেলা দেখতে পারব। আমার জন্য এটা দারুণ খবর।’
জোর্জে সোসের নামের এক সমর্থক বলছেন, ‘আমি মনে করি বার্সেলোনার জন্য এটা দারুণ এক খবর। কারণ লিও মেসি বিশ্বের সেরা খেলোয়াড়।’ বার্সেলোনা কর্তৃপক্ষে গাফিলতিই মেসিকে ক্লাব ছাড়তে চাওয়ার সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছিয়েছে বলছেন এক সমর্থক, ‘পুরো পরিস্থিতি খুব অপ্রীতিকর রূপ নিয়েছে। আমি মনে করি, এতে বেশিরভাগ দোষই ম্যানেজমেন্টের।’
ভিন্ন মতও আছে। ‘আমি থাকছি’ বললেও ঠিক কতোদিন থাকছেন তা পরিষ্কার করেননি মেসি। সের্গি রোদা নামের এক সমর্থক বলছেন, ক্লাব ছাড়ার কথা ভাবাটা ঠিক করেননি মেসি, ‘মেসি থাকছে এটা ভালো খবর। কিন্তু তিনি যে অবস্থার সৃষ্টি করেছেন এটা বার্সেলোনার জন্য ভালো নয়। কারণ এই দলের হয়ে খেলতে চান, এমন মনোভাব কিন্তু দেখাননি তিনি।’
গত ২৫ আগস্ট বার্সেলোনা ছাড়ার কথা জানিয়ে দেন মেসি। তবে বার্সেলোনার পক্ষ থেকে দাবি করা হয়, ক্লাব ছাড়তে হলে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। কিন্তু মেসিপক্ষ দাবি করছিল, চুক্তির শর্ত অনুযায়ী রিলিজ ক্লজ ছাড়াই ক্লাব ছাড়তে পারবেন তিনি। দুপক্ষের এমন মুখোমুখি অবস্থাতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর শঙ্কাও দেখা দিয়েছিল। পরে মেসি জানিয়ে দেন, প্রিয় ক্লাবকে আদালত পর্যন্ত নিতে চান না বলে আরও এক বছর বার্সেলোনায় থাকবেন তিনি।