Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তাপহীন নির্বাচনের মনোনয়নপত্র নিলেন তাবিথ-মহি


৬ সেপ্টেম্বর ২০২০ ১২:১৯

ঢাকা: অনেকটা খালি মাঠেই ভোটের লড়াই চলছে দৃশ্যত। তাই ভোটকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন নিয়ে নেই কোন উত্তাপ। উত্তাপহীন নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম দিনটা গেল ঢিলেঢালাভাবেই। মনোনয়নপত্র নেয়ার সময় শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে। প্রথম দিনে কথিত সালাউদ্দিন প্যানেলের কোন প্রার্থীকে মনোনয়নপত্র নিতে দেখা যায়নি। দুই পদে যে পাঁচজন মনোনয়নপত্র নিয়েছেন তারা সবাই এই প্যানেলের বাইরে।

বিজ্ঞাপন

প্রথমদিন মনোনয়ন পত্র নিয়েছে মোট ৫জন। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন বিদায়ী কমিটির সহ-সভাপতি পদে থাকা তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহি। স্বতন্ত্রভাবে এই পদে লড়তে পারেন তাবিথ। অন্যদিকে সালাউদ্দিন প্যানেলের বাইরে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন মহিউদ্দিন মহি। এখনও সালাউদ্দিনের বিপক্ষে কোন দৃশ্যমান জোট বা প্যানেল আসেনি বিধায় স্বতন্ত্র পদেও লড়তে পারে মহি।

এদিকে চার সহ-সভাপতি পদে তাবিথ-মহি ছাড়া সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন তিনজন। ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান, নোফেল স্পোর্টিংয়ের ম্যানেজার সাখাওয়াত হোসেন ভূঁইয়া এবং রহমতগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রথমদিনে সদস্যপদে মনোনয়ন নিয়েছেন।

আগামী সাত তারিখ পর্যন্ত মনোনয়নপত্র নেয়ার সময় রয়েছে। সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কার্যক্রম। বাফুফের হিসাব শাখা থেকে মনোনয়ন কেনা যাবে। মনোনয়নপত্রের মূল্য সভাপতি পদের জন্য এক লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার এবং সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা (অফেরতযোগ্য)।

৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়া যাবে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরদিন মনোনয়নপত্রের ওপর আপত্তি শোনা হবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, ১১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই (বিকেল ৩টা থেকে), ৮-১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ব্যালট দেয়া হবে। ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম), নির্বাচন (দুপুর ২টা থেকে বেলা ৬টা) ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

বিজ্ঞাপন

তাবিথ আউয়াল বাফুফে নির্বাচন মনোনয়নপত্র মহিউদ্দিন মহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর