মোস্তাফিজের আক্ষেপে মোড়া জন্মদিন
৬ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৪
মোস্তাফিজুর রহমানের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি। সেখানে লেখা-১৩ টেস্ট, ৫৮ ওয়ানডে ও ৪১ টি-টোয়েন্টি-১৯৫ আন্তর্জাতিক উইকেট। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১শ উইকেট। শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান!
রোববার (৬ সেপ্টেম্বর) জন্মদিনের সকালে বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করা হলে ভাবলেশহীন স্বরে বললেন, ‘দেখেছি ভাই।’ বিশেষ দিনে এতটা নিরুত্তাপ কেন মোস্তাফিজ? জানতে চাইলে যা বললেন তার সারমর্ম হল-করোনা অতিমারির দাপটে ছয় মাস হল মাঠে কোন খেলা নেই। প্রায় সাড়ে পাঁচ মাস ঘরবন্দী থাকার পর একক অনুশীলনে ফিরতে পারায় কিছুটা স্বস্তি থাকলেও খেলা নামক আসল কাজটিই তার করা হয়ে উঠছে না। তাই ২৫ তম জন্মদিনটি আক্ষেপেই মোড়া থাকল দেশ সেরা এই পেসারের।
‘খেলা নেই, আর জন্মদিন! অনুশীলন শুরু হয়েছে তাই একটু ভাল লাগছে। কিন্তু আসল কাজই তো হচ্ছে না।’
করোনা অতিমারির কারণে ছয় মাস হল মাঠে খেলা নেই। না ঘরোয়া ক্রিকেট, না আন্তর্জজাতিক। অন্যান্য বছর যেখানে ম্যাচের সূচিতে ঠাসা থাকে সেখানে এবছর বলতে গেলে খেলাই নেই! অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজই যা। তাই ২৫ তম জন্মদিনটি ভীষণ নিরামিষ কাটছে দেশ সেরা এই পেসারের। আগের জন্মদিন যেখানে কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে স্বজনদের সরব উপস্থিতিতে সারাদিন হৈ হুল্লোর করে উদযাপিত হয়েছে। এবার তার লেশমাত্র নেই। যেন করোনা নামক মহামারি জন্মদিনের সব রং কেড়ে নিয়েছে। বিশেষ এই দিনেও তাই কোন আয়োজন নেই। বাসায় শুয়ে,বসে গান শুনেই কাটছে।
‘বাসায় আছি। খাচ্ছি আর গান শুনছি। শুয়ে বসেই কাটছে। করোনার মধ্যে কোথায় আর যাব?’
আইসিসির ফিউটার ট্যুর প্ল্যান-এফটিপি অনুযায়ী চলতি বছরে টিম বাংলাদেশের ৫টি সিরিজ ছিল- পাকিস্তান সিরিজ, আয়ারল্যান্ড সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজ। যা সবই করোনার পেটে চলে গিয়েছে। যদিও বিসিবি আশা করছে আগামী বছর সিরিজগুলো তারা আয়োজন করবে। কিন্তু লম্বা এই সময়টি ক্রিকেটহীন থাকায় তার খেলোয়াড়ী সত্তা সাড়ম্বরে জন্মদিন পালনে সায় দেয়নি।
তবে শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়ানোয় কিছুটা স্বস্তি তার আছে। ‘ভাল লাগছে এট ভেবে যে অন্তত শ্রীলঙ্কা সিরিজটি হবে। দেখা যাক কী হয় ওখানে?’
নিশ্চয়ই ভাল কিছুই হবে। বিশেষ দিনে সেই শুভ কামনা নিরন্তর।
শুভ জন্মদিন মোস্তাফিজ!