দল নির্বাচনে ডমিঙ্গোর অপেক্ষা
৬ সেপ্টেম্বর ২০২০ ১৪:২১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩১
টেস্ট দলপতি মুমিনুল হকের মতামত নেয়া শেষ। এখন অপেক্ষা হেড কোচ রাসেল ডমিঙ্গোর। তিনি এলেই তার মতামত নিয়ে চূড়ান্ত হবে শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা থেকে আজ রাতে ফিল্ডিং কোচ রায়ান কুককে নিয়ে ঢাকায় ফিরবেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
দেখতে দেখতে বহুকাঙ্খিত এই সিরিজের সময় ঘনিয়ে এসেছে। গত ১৯ জুলাই থেকে করোনাকালে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছিলেন জাতীয় দলের সদস্যরা। এখন দলগত অনুশীলন শুরুর পালা। বিসিবির দেওয়া তথ্যানুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে গড়াবে এই অনুশীলন। তার আগে এমাসের দ্বিতীয় সপ্তাহেই টাইগারদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা হবে। সেই লক্ষ্যে নির্বাচকদের সবকিছুই বলতে গেলে চুড়ান্ত। অপেক্ষা কেবল হেড কোচের।
রোববার (৬ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি জানালেন, ‘আমরা অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কথাবার্তা বলে ফেলেছি। টেস্ট অধিনায়ক মতামত নেয়া হয়ে গেছে। এখন শুধু হেড কোচের মতামত নেয়া বাকি। আমরা তার অপেক্ষায় আছি। রাসেল ডমিঙ্গো দেশে আসলে তার সঙ্গে কথা বলে ৮ তারিখের মধ্যে দল চূড়ান্ত করে ফেলব।’
মিনহাজুল আবেদীন আরো জানালেন, লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষিত হবে ২০ সদস্যের স্কোয়াড। একইসঙ্গে হাই পারফরমেন্স (এইচপি) দলও ঘোষণা করা হবে।
টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ রাসেল ডমিঙ্গো