ফেভারিটদের দু’রকম রাত
৭ সেপ্টেম্বর ২০২০ ১০:১৫
উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা কাল নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিততে পারল না। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফেভারিট জার্মানি। এদিকে, দিনের অপর ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে আরেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
জার্মানির শুরুটা হয়েছিল অবশ্য দুর্দান্ত। ম্যাচের চতুর্থ মিনিটেই দারুণ এক গোছালো আক্রমণে গোল আদায় করে নেন জোয়াকিম লোর ছাত্ররা। ডি-বক্সের মুখে মাথিয়াস গিন্টারের বল পেয়ে দারুণ বাঁকানো শট নেন গিনদোয়ান। তবে শুরুতে গোল পেলেও পরে আর গতিটা ধরে রাখতে পারেননি বিশ্বচ্যাম্পিয়নরা।
২৮ মিনিটে সমতায় ফিরতে পারতো সুইজারল্যান্ড। কিন্তু সুযোগ পেয়েও গোল করতে পারেননি হারিস সেফেরোভিচ। প্রধমার্ধের শেষ মুহূর্তে সেফেরেভিচের শট বারের সামান্য উপর দিয়ে চলে যায়। সুইজারল্যান্ড সমতায় ফিরেছে ৫৭ মিনিটে। দারুণ এক পাল্টা আক্রমণের উইডমার গোলে ব্যবধান ১-১ হয়। এরপর আর গোল আদায় করতে পারেনি কোন দলই।
দিনের অপর ম্যাচে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। সার্জিও রামোস করেছেন জোড়া গোল। ম্যাচের তৃতীয় মিনিটে দারুণ এক ফ্রি-কিকে স্পেনকে এগিয়ে নেন রামোস। ২৯ মিনিটে দানি ওলমোর ক্রসে হেড করে আরও এক গোল করেন রামোস। ৩২ মিনিটে গোল পেয়েছেন স্পেনের তরুণ তারকা আনসু ফাতি। ৮৪ মিনিটে বদলি নামা ফেররান তরেস গোল করলে শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে স্পেন।