Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল ছেড়ে এভারটনে হামেস রদ্রিগেজ


৮ সেপ্টেম্বর ২০২০ ০২:০৯

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছিলেন গোটা ফুটবল বিশ্বের। এরপর পাড়ি জমান রিয়াল মাদ্রিদে, সেখানে ছয় বছর কাটিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনে নাম লেখালেন হামেস রদ্রিগেজ। এর আগে অবশ্য দুই মৌসুম ধারে বায়ার্ন মিউনিখের হয়েও খেলেছেন হামেস। গেল মৌসুম ধার থেকে ফিরে খেলেছেন লস ব্ল্যাঙ্কোসদের হয়ে। তবে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় জিনেদিন জিদান তাকে দল থেকেই বিদায় জানিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

এভারটনের কাছে হামেস রদ্রিগেজকে বিক্রি করে প্রায় ২৫ মিলিয়ন ইউরো অর্জন করেছে রিয়াল। মোনাকো থেকে ২০১৪ সালে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছিলেন হামেস। আর এই সময়ে ১২৫টি ম্যাচে ৩৭ গোল এবং ৪২টি অ্যাসিস্টে অবদান রেখেছেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বয়। অবশেষে লস ব্ল্যাঙ্কোসদের পাঠ চুকিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন এই কলম্বিয়ান সুপারস্টার।

দুই মৌসুম ধরেই রিয়াল ছাড়ার চেষ্টা করছিলেন হামেস। কেননা জিনেদিন জিদানের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। আর তাই তো খেলার সুযোগই মিলছিল না তার। এর আগে ২০১৯ সালে কার্লো আনচেলোত্তির নাপোলিতে পাড়ি জমানোর কথা ছিল হামেসের। তবে নাপোলির ট্রান্সফার ফি প্রদানে প্রত্যাখ্যান করায় সেবার আর ক্লাব ছাড়া হয়নি হামেসের। এরপর নাপোলি থেকে বহিষ্কৃত হয়ে এভারটনের কোচের দায়িত্ব নেন আনচেলোত্তি। আর তখন থেকেই রিয়াল থেকে হামেসকে দলে ভেড়ানোর পায়তারা খুঁজতে থাকেন তিনি।

অবশেষে আনচেলোত্তির দলে আবারও খেলার সুযোগ হচ্ছে হামেসের। এর আগে রিয়ালে এক মৌসুম এবং বায়ার্ন মিউনিখে দেড় মৌসুম খেলেছিলেন তার অধীনে।

এভারটনে যোগ দেওয়ার পর হামেস জানান, ‘আমি অনেক খুশি এই ক্লাবে যোগ দিতে পেরে। এভারটন দুর্দান্ত একটি ক্লাব এবং সবাই এটা জানে। আর আমি এখানে আমার প্রিয় এক কোচের অধীনে খেলতে চাই যে আমাকে ভালো করে বোঝে। আমার লক্ষ্য এই ক্লাবের হয়ে শিরোপা জেতা এবং দুর্দান্ত ফুটবল খেলা।’

এদিকে এভারটন কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘হামেস কেমন খেলোয়াড় সেটা সবাই জানে। সে দুর্দান্ত একজন খেলোয়াড়। আমি জানি সে আমাদের দলকে আরও শক্তিশালী করবে।’

বিজ্ঞাপন

এভারটন কলম্বিয়ান তারকা দলবদল রিয়াল মাদ্রিদ হামেস রদ্রিগেজ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর