Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম হ্যাটট্রিকের দিনেই মেসির অন্যরকম হ্যাটট্রিক


১০ মার্চ ২০১৮ ২৩:৩৬

সারাবাংলা ডেস্ক

১০ মার্চ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। বাবা মেসির হ্যাটট্রিক হওয়ার সুখবরও এল একই দিনে। স্প্যানিশ সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজের বরাতে খবর ছড়িয়ে পড়ে, মেসি তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। ছেলের নামও (সিরো মেসি) আগেই জানিয়েছিলেন মেসি।

লা লিগায় মালাগার বিপক্ষে আজ বার্সেলোনার জার্সিতে দেখা যাবে না মেসিকে।

মেসি তার ফেসবুকে নিজের পুত্রের আঙুল ধরা ছবি দিয়ে পোস্ট দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, বিয়েনভেনিদো সিরো (সুস্বাগতম সিরো)। ঈশ্বরকে ধন্যবাদ সব ঠিকঠাকমতো হয়েছে। মা ও ছেলে ভালো আছে। আমরা খুবই আনন্দিত।

চলতি মৌসুমে বিরতিহীনভাবে দুর্দান্ত পারফম্যান্স দেখিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কেননা, সময়টা ভালো যাচ্ছে দলের প্রধান তারকা মেসির। প্রতিটি ম্যাচেই মেসির পায়ের জাদুতেই সাফল্য ধরা দিচ্ছে বার্সার হাতে। ব্যক্তিগত কারণে এবার বিশ্রাম নেন আর্জেন্টাইন আইকন।

তৃতীয় ছেলে সিরো মেসির জন্মের আগমনের কারণেই বাবা মেসি এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত জানান। বার্সা কোচও তাতে আপত্তি করেননি। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগে মেসিকে চাইছেন বার্সা কোচ আরনেস্টো ভালভারদে।

এই মৌসুমে স্প্যানিশ লা লিগার ২৭ ম্যাচের ২৬টিই খেলেছেন মেসি। শুধু কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ম্যাচটিই খেলেননি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর