সাপোর্ট স্টাফদের সবাই করোনা পাশ
৯ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৮
শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে গতকাল দ্বিতীয় দিনের মতো জাতীয় দলের আট সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। স্বস্তির খবর হলো, এদের কারো শরীরেই করোনা ধরা পড়েনি। সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।
সফর উপলক্ষ্যে গত পরশু প্রথম ধাপের প্রথম দিনে জাতীয় দলের ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করিয়েছিল টাইগার প্রশাসন। যেখানে মাত্র দুজনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে একজন হচ্ছেন-জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। আর অপরজন দলের ইংলিশ ট্রেনার নিক লি। কিন্তু দ্বিতীয় দিনের পরীক্ষায় কোনো দুঃসবাদ পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বললেন, ‘সবার খবরই ভালো। সবাই সাপোর্টিং স্টাফ। যারাই করেছে নেগেটিভ। আমার জানা মতে ক্রিকেটাররা এদিন পরীক্ষা করেনি সাপোর্টিং স্টাফ করেছেন।’
করোনা পরীক্ষা দেবাশীষ চৌধুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি মেডিকেল বিভাগ