Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হতে পারে দক্ষিণ আফ্রিকা


১১ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৯

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের (সিএসএ) ওপর দেশটির সরকারের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। তেমনটা হলে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হতে পারে দক্ষিণ আফ্রিকানরা। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপ অবৈধ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি যৌথভাবে সিএসএকে চিঠি দিয়েছে। চিঠিতে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করে শীর্ষ কর্মকর্তাদের সরে দাঁড়ানোর কথা বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কিছু কর্মকর্তা অনকে দিন ধরে ক্রিকেট বোর্ডে নানান অসৎ কাজ ও দুর্নীতি করে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে ক্রিকেটের প্রতি দেশটির সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে। স্পনসর আর খেলোয়াড়রাও আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলছে।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার কঠিন অভিজ্ঞতা আছে দক্ষিণ আফ্রিকার। বর্ণবাদের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২২ বছর নিষিদ্ধ থাকতে হয়েছিল দেশটিকে।

আইসিসি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর