Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনের মাঝে দু’দিনের ছুটিতে সাকিব


১১ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ০০:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব আল হাসান কতোটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার কদিন ধরে সেটা ভালোই বুঝা যাচ্ছে। নিষেধাজ্ঞার কারণে বছরখানেক ধরে ক্রিকেটের বাইরে। তার বর্তমান ফিটনেস বা স্কিল সম্পর্কে কারোরই তেমন ধারনা নেই। তবুও নিলামে সাকিবের নাম রেখেছে লঙ্কান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, অনেক আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই সাকিবকে জাতীয় দলের হয়ে মাঠে নামিয়ে দিতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে বিকেএসপিতে অনুশীলনও করে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব অবশ্য এই মুহূর্তে ছুটিতে আছেন।

যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর করোনা পরীক্ষা করিয়ে বিকেএসপিতে অনুশীলন করেছেন গত শনিবারে (৫ সেপ্টেম্বর)। পুরনো দুই গুরু নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্বাবধানে ফেরার প্রস্তুতি শুরু করেছেন সাকিব। পাশাপাশি ফিটনেস উন্নতিতে তাকে সাহায্য করছেন বিকেএসপির অ্যাথলেটিকস কোচ আবদুল্লাহ হেল কাফী ও বক্সিং কোচ আরিফুল করিম। চার কোচের অধীনে কদিন ঘামঝড়া অনুশীলন করে বৃহস্পতিবার থেকে দুদিনের ছুটিতে আছেন সাকিব।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ আগস্ট) সারাবাংলার সঙ্গে আলাপকালে তথ্যটা জানালেন বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশরাফউজ্জামান। সাকিবের দুদিনের ছুটি শেষ হওয়ার কথা শনিবার। সে হিসেবে আগামী পরশু রোববার থেকে ফের অনুশীলন শুরু করার কথা তার। কিন্তু দেশসেরা ক্রিকেটার পরশু অনুশীলন শুরু করছেন কিনা তা নিশ্চিত করতে পারলেন না আশরাফউজ্জামান।

তিনি বলেন, ‘সাকিব দুই দিনের ছুটিতে গেছে। বৃহস্পতিবার অনুশীলন শেষে শুক্রবার ও শনিবার ছুটি কাটাবে। অনুশীলন পরশু থেকে করবে কিনা এটা বলা যাচ্ছে না। কারণ ওর অনুশীলনের সূচি সালাউদ্দিন ও ওর মধ্যে সীমাবদ্ধ।’

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার অপরাধে গত বছরের ২৮ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব। সেই মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবরের ২৮ তারিখে।

গত মার্চ থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার। ফিরেছেন সেপ্টেম্বরের ২ তারিখে। ফিরেই বিকেএসপিতে অনুশীলন শুরু করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অনুশীলন শুরুর পরিকল্পনা করেই। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই যেন নিজের ফিটনেস ও স্কিল আগের অবস্থানে নিতে পারেন সেই লক্ষ্যেই আগেভাগে অনুশীলন শুরু করেছেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিকেএসপি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর