‘ফুটবল উন্নয়নে ইশতেহারের সিংহভাগ বাস্তবায়ন করেছি’
১২ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৮
ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আলোচিত আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করবে কাজী সালাউদ্দিনের সম্মিলিত ফুটবল পরিষদ প্যানেল। নির্বাচিত হলে দেশের ফুটবল উন্নয়নে কী কী গুরু দায়িত্ব পালন করবেন তারই একটা ‘রোডম্যাপ’ থাকবে এই ইশতেহারে।
তবে গত ১২ বছরে দেশের ফুটবল অভিভাবকের সর্বোচ্চ আসনে টানা ক্ষমতায় থেকে ইশতেহারের কতটুকু পূরণ করতে পেরেছে সালাউদ্দীন-মুর্শেদী প্যানেল?
অবশ্য আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সদ্য গঠিত সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ প্যানেলের দাবি, গেলবারের ইশতেহারের সিংহভাগই বাস্তবায়ন করা হয়েছে।
এবার একই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রার্থী হওয়া আব্দুস সালাম মুর্শেদী গত চার বছরের নিজেদের দায়িত্বপালন নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন, ‘আমিতো জানি মোটামুটিভাবে আমরা সিংহভাগ ইশতেহারই বাস্তবায়ন করেছি।’
যেগুলো বাস্তবায়ন করা যায়নি প্রতিবারের মতো এবারও সেগুলো বাস্তবায়নের আশ্বাস মুর্শেদীর, ‘দুই চারটি যেগুলো পারিনি অবশ্যই এবার যারা ডেলিগেট আছে তারা যদি আস্থা রেখে আমাদের নির্বাচিত করেন তাহলে যে প্রোগ্রামগুলো দিবো সেগুলো বাস্তবায়ন করবো।’
তবে এবার একতরফা নির্বাচনের আভাস নিয়ে চতুর্থবারের মতো সভাপতি হওয়ার পথে আত্মবিশ্বাসী দেখালো কাজী সালাউদ্দিনকেও, ‘আমি যদি কনফিডেন্ট না হতাম তাহলে ইলেকশনই করতাম না। রেজাল্ট কী হবে সেটা নির্বাচনের দিনই দেখা যাবে। যখন আমরা স্টান্ট নিবো তখন ডিটেইলস জানাবো। ইশতেহার দিবো তখন।’
ইশতেহার নিয়ে কাঁটাছেড়া করে দেখবে সারাবাংলা। দেশের ফুটবল উন্নয়নে ইশতেহারের কী কী পূরণ করা হয়েছে সেটাই পর্যালোচনা করে দেখা হবে চুলচেড়া বিশ্লেষণের মাধ্যমে।
আব্দুস সালাম মুর্শেদী ইশতেহার কাজী সালাউদ্দিন দেশের ফুটবল বাফুফে নির্বাচন বাস্তবায়ন