Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের নিলাম প্রস্তাব পেলে বিবেচনা করবে বিসিবি


১২ সেপ্টেম্বর ২০২০ ১৭:১১

আইসিসি’র শোনানো এক বছরের নিষেধাজ্ঞা থেকে এখনো মুক্তি মেলেনি লাল সবুজের নন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসানের। সব ঠিক থাকলে ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে ২৯ অক্টোবর থেকে আবার প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেটে ফিরবেন ২০১৯ বিশ্বকাপে লাল সবুজের এই সুপারম্যান। কিন্তু আশ্চর্যজনকভাবে নিষিদ্ধ থাকাকালীনই লঙ্কান প্রিমিয়ার লিগ ক্রিকেটের (এলপিএল) নিলামে তিনি জায়গা করে নিয়েছেন। যেহেতু সাকিবের নাম এসেছে অতএব সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়ত অন্যান্য টাইগারের নামও আসতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি কী এ ব্যাপারে ওয়াকিবহাল?

বিজ্ঞাপন

না! এসএলপিএলের নিলামে সাকিবের নাম এসেছে কিংবা অন্যান্য ক্রিকেটের ব্যাপারে টুর্নামেন্টের কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ আছে, এতদসংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি এখনা পায়নি বিসিবি। পেলে তারা অনাপত্তিপত্র দেওয়ার বিষয়ে বিবেচনা করে দেখবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এতথ্য দিয়েছেন বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বললেন, ,‘আমাদের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব আসেনি। কিছু আসলে তখন আমরা বিষয়টা দেখবো। আর ঘরোয়া টুর্নামেন্টের জন্য তো আমাদের খেলোয়াড়দের একটি নির্দেশনা দেওয়াই রয়েছে। তার আলোকেই আমরা সিদ্ধান্ত নিবো।’

লঙ্কান প্রিমিয়ার লিগ ক্রিকেটের (এসএলপিএল) প্রথম আসরের নিলাম শুরু হবে ১ অক্টোবর। আর টুর্নামেন্ট শুরু হবে ১৪ নভেম্বর অর্থাৎ বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ শেষ হলেই। ২২ দিনের এই আসরে অংশ নেবে ৫টি দল। প্রতি দলে বিদেশী ক্রিকেটারের কোটায় রাখা যাবে ৬ জন।

এসএলপিএল এর নিলামে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর