Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন জয়াবর্ধনেরাও


১১ মার্চ ২০১৮ ১৩:৪২

স্টাফ করেসপন্ডেন্ট

শুধু তো একটা জয় নয়, তার চেয়েও যেন বেশি কিছু। টি-টোয়েন্টি ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করার জন্য তো বটেই, মুশফিকের ওই উদযাপনের কাছেও শ্রীলঙ্কার সাথে ৫ উইকেটের জয়টা হয়ে গেছে আলাদা। টুইটারেও চলছে বাংলাদেশ বন্দনা, এমনকি শ্রীলঙ্কানরাও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ।

কাল ম্যাচ শেষ হওয়ার পরেই টুইট করেছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তি বাংলাদেশের নামও নিতে ভোলেননি, ‘কঠিন ম্যাচ ছিল, শ্রীলঙ্কা হারলেও ইতিবাচক অনেক কিছু আছে। বাংলাদেশ খুব ভালো খেলেছে। টুর্নামেন্ট এখন জমে উঠেছে।’ অ্যাঞ্জেলো ম্যাথুসের কন্ঠেও অনেকটা একই সুর, ‘ভাগ্য আমাদের পক্ষে ছিল না, ছেলেদের জন্য খারাপ লাগছে। তবে বাংলাদেশ খুব ভালো খেলেছে, তা বলতেই হবে।’

 

হার্শা ভোগলে সবসময়ই বাংলাদেশের ক্রিকেটের নিবিষ্ট দর্শক। কাল জেতার পর তিনি টুইট করলেন, ‘বাংলাদেশের জন্য এটা দারুণ একটা জয়। ২১৫ তাড়া করে জেতা সবসময় স্পেশাল। টুর্নামেন্ট এখন উন্মুক্ত।’ সাবেক ভারত ক্রিকেটার মোহাম্মদ কাইফ বললেন, ‘অসাধারণ একটা রান তাড়া করা দেখলাম। খুবই ভালো খেলেছে। তিন দলই একটা করে ম্যাচ জিতেছে। এখন যে কেউই জিততে পারে।’ আরেক সাবেক হেমাং বাদানিও পঞ্চমুখ প্রশংসায়, ‘বাংলাদেশের জন্য কী শ্বাসরুদ্ধকর একটা জয়! আমার মনে হয় এটা ওদের আত্মবিশ্বাস বাড়াতে অনেক সাহায্য করবে।’

জয়ের পর টুইটারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিকরাও। অমন একটা ইনিংস খেলার পর মুশফিক শুধু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ মাহমুদউল্লাহ অবশ্য আরেকটু বিস্তারিত লিখেছেন, ‘এর চেয়ে ভালোভাবে ঠিক রাস্তায় ফেরা কঠিন। মুশফিকের দুর্দান্ত ফিনিশিং, আলাদা করে বলতে তামিম ও লিটনের কথাও। এমন একটা বিশেষ মুহূর্তে সবাইকে ধন্যবাদ।’ মুস্তাফিজও প্রায় একই কথার প্রতিধ্বনি করেছেন। শুধু দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/ এএম/ এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর