Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্দির জোড়া গোলে ওয়েস্ট ব্রুমকে হারাল লেস্টার


১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:২১

প্রিমিয়ার লিগের পর্দা উঠেছে শনিবার (১২ সেপ্টেম্বর) আর্সেনাল এবং ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচ দিয়ে। আর দ্বিতীয় দিনে এসে মাঠে নামে লেস্টার সিটি। ২০২০/২১ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ব্রুমের মুখোমুখি লেস্টার। আর প্রথম ম্যাচেই জেমি ভার্দি জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। ভার্দির সঙ্গে রক্ষণভাগের টিমোথি কাস্তাগনের গোল ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পায় লেস্টার।

লেস্টার প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের যাত্রা শুরু করে ওয়েস্ট ব্রুমের মাঠ দ্য হাউথ্রন্সে। দল থেকে এই গ্রীষ্মেই বেন চিলওয়েলের মতো রক্ষণভাগের খেলোয়াড়কে হারায় লেস্টার। তবে এ নতুন কোনো চিত্র নয় লেস্টারের জন্য। প্রতি মৌসুমের নিজেদের সেরা খেলোয়াড়দের প্রিমিয়ার লিগ জায়ান্টদের কাছে হারাতে হয় লেস্টারকে। তবে খেলোয়াড় হারিয়ে আবার প্রতি মৌসুমেই নতুন করে শুরু করে লেস্টার।

বিজ্ঞাপন

ব্রেন্ডন রজার্সের অধীনে এবারের মৌসুমে আরও দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর প্রত্যয় ভার্দিদের। আর তার আংশিক দেখা মিলল ওয়েস্ট ব্রুমের মাঠে। নিজেদের প্রথম ম্যাচেই ৩-০ গোলের বড় জয় লেস্টারের। আর দলের সেরা খেলোয়াড় জেমি ভার্দির জোড়া গোল সেই সঙ্গে রক্ষণভাগ থেকেও গোলে অবদান। ম্যাচের প্রথমার্ধে অবশ্য দুদলের কেউই তেমন বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। আর দুই দলের রক্ষণকই যেন কিছুটা বিশ্রাম পেয়েছে ম্যাচের প্রথমার্ধে।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করে লেস্টাস। বিরতি থেকে ফিরেই ৫৬ মিনিটে দলের হয়ে প্রথম গোল করে শুভ সুচনা করেন লেস্টারের রক্ষণভাগের খেলোয়াড় টিমোথি কাস্তাগন। মধ্যমাঠের খেলোয়াড় ডেনিস প্রায়েটের দুর্দান্ত এক পাস থেকে ওয়েস্ট ব্রুমের গোলরক্ষককের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান টিমোথি। আর দলকে এগিয়ে নেন প্রথমবারের মতো।

বিজ্ঞাপন

শুরুটা করেন তিনিই, এরপর ম্যাচের ৭৩ মিনিটে ওয়েস্ট ব্রুমের ডি বক্সে জেমি ভার্দিকে ফাউল করায় পেনাল্টি পায় লেস্টার। আর স্পট কিক থেকে দলের হয়ে দ্বিতীয় এবং নিজের প্রথম গোল করেন ভার্দি। সেখানেই অবশ্য থামেনি লেস্টার আর ভার্দি। দুই গোলে এগিয়ে থাকলেও আক্রমণে নাস্তনাবুদ করে দিতে থাকে ওয়েস্ট ব্রুমের রক্ষণকে। আর তার ফোলস্বরূপ ম্যাচের ৮৪ মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় লেস্টার।

ডি বক্সের ভেতরে লেস্টার ডিফেন্ডার জাস্টিনকে ফাউল করেন ডারা ওশেয়া। আর সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি স্পট থেকে নিজেদের দ্বিতীয় গোল করে দলকে ৩-০’তে এগিয়ে নেন ভার্দি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লেস্টার সিটি।

২০২০/২১ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটি বনাম ওয়েস্ট ব্রুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর