Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই ক্ষুদে ক্রিকেটপ্রেমীকে স্মারক উপহার দিলেন মুশি


১৬ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরোদস্তুর পেশাদার ব্যাটসম্যানের মতো পপিং ক্রিজে স্ট্যান্স নিয়েছেন মা। ১১ বছরের ছোট্ট ছেলে তাকে বল করছেন। মাও মারমার কাাটকাট জবাব দিচ্ছেন। এক পর্যায়ে মা’কে আউট করে উন্মাদনায় মেতে উঠছেন ছেলে। ঠিক এমন কিছু ছবিই গত শুক্রবার দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ছবিটি রাজধানীর পল্টন ময়দান থেকে দেশের কয়েকজন ফটো সাংবাদিক ফ্রেমবন্দী করেছিলেন। ছবিতে বল করা ছোট্ট ছেলেটি আরামবাগের এক মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়া সানিন। আর তার মায়ের নাম ঝর্ণা আক্তার চিনি।

ছবিতে দেখা যাচ্ছে ছেলে সানিন মা ঝর্ণা আক্তার চিনিকে বল করছেন, মা ও বেশ দৃঢ় হাতে ছেলের বলের জবাব দিচ্ছেন। বোলিংয়ের এক পর্যায়ে মাকে আউট করে বাধ ভাঙা উল্লাসে মাতেন ছোট্ট সানিন। মা-ছেলের ক্রিকেট প্রেমে মেতে উঠা সেই ছবি দেশের ক্রীড়াঙ্গনেও বেশ সমাদৃত হয়।

বিজ্ঞাপন

সেই ক্ষুদে ক্রিকেটার সানিনের হাতে  নিজের অটোগ্রাফ করা ব্যাট, গ্লাভস ও জার্সি উপহার দিলেন মুশফিকুর রহিম।

বুধবার ১৬ সেপ্টেম্বর) দুপুরে বনানী মাঠে সানিনকে ডেকে নিয়ে তার হাতে তিনি এই উপহার তুলে দেন। সঙ্গে সানিনের মা ঝর্ণা আক্তার চিনিও উপস্থিত ছিলেন।

ক্ষুদে ক্রিকেটপ্রেমী ঝর্ণা আক্তার মুশফিকুর রহিম স্মারক উপহার