Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে দুই তরুণের লড়াই


২০ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহু প্রতিক্ষার পর করোনাভাইরাসকালে আইপিএল উত্তেজনা শুরু হয়েছে। কাল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচটা ছিল উত্তেজনায় ভরপুর। আজ ১৩তম আইপিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব।

দুদলের অধিনায়ক শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলের দিকে আলাদা নজর থাকবে নিশ্চয়। এই দুজনকে মনে করা হয় ভারতীয় ক্রিকেটের আগামী দিনের ভবিষ্যত। দিল্লিকে নেতৃত্ব দিবেন শ্রেয়াস, পাঞ্জাবকে রাহুল। শ্রেয়াস গত আইপিএলেও দিল্লির অধিনায়কত্ব করেছেন। কিন্তু রাহুলের নেতৃত্বের অভিজ্ঞতা হতে যাচ্ছে প্রথমবার।

তরুণ হলেও দুজনের কাঁধে প্রত্যাশার চাপ অনেক। শিরোপা তো দূরের কথা এখন পর্যন্ত ফাইনাল অবদি যেতে পারেনি দিল্লি। পাঞ্জাব ২০১৪ সালে ফাইনালে হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। দলের মহা-কাঙ্খিত শিরোপা স্বপ্ন সত্য করার দায়িত্ব দুই তরুণের কাঁধে।

বিজ্ঞাপন

পর্যাপ্ত রসদও অছে দু’জনের হাতে। শিখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, ঋষভ পন্ট, রবিচন্দ্রন অশ্বিন, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টায়নিসদের নিয়ে বেশ ব্যালেঞ্চ টিম দিল্লি। পাঞ্চাবেও ম্যাচ উইনিং ক্রিকেট আছেন বেশ কয়েকজন। গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান আছেন দারুণ ফর্মে। তাদের সঙ্গে থাকছেন অধিনায়ক লোকেশ রাহুল, মুজিব-উর-রহমান, জেমি নিশামরা।

দেখা যাক, আজ নিজেদের প্রথম ম্যাচে কারা নজর কাড়তে পারেন। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত সারে ৮টায়।

দু’দলের সম্ভাব্য একাদশ:

দিল্লি ক্যাপিটালস- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), ঋষভ পন্ট (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি/মার্কাস স্টায়নিস/কেমো পল, অক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, সন্দীপ লামিসানে ও ইশান্ত শর্মা।

কিংস ইলেভেন পাঞ্জাব- লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, মানদ্বীপ সিং/দ্বীপক হুদা, গৌতম, জেমস নিশাম/ক্রিস জর্ডান/শেলডন কটরেল, রভি বিষ্ণু, মোহাম্মদ শামি ও মুজিব-উর-রহমান।

আইপিএল ২০২০ কিংস ইলেভেন পাঞ্জাব দিল্লি ক্যাপিটালস লোকেশ রাহুল শ্রেয়াস আয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর