Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসোলেশনে ১১ ক্রিকেটার, যোগ দেননি দলীয় অনুশীলনে


২০ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৫

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে রোববার থেকে মিরপুর শের-ই- বাংলায় ‍শুরু হয়েছে টাইগারদের স্কিল অনুশীলন। এই লক্ষ্যে জাতীয় পুলের ২৭ ক্রিকেটার ডাকা হয়েছে। কিন্তু প্রথম দিনের দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন ১৬ ক্রিকেটার। বাকি ১১ ক্রিকেটারকে রাখা হয়েছে আইসোলেশনে। ২২ সেপ্টেম্বর তৃতীয় দফার কোভিড পরীক্ষা শেষে তাদের দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে।

তবে তাদের জন্য বিশেষ অনুশীলনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বিশেষ অর্থে, এই ১১ জন সম্পুর্ণ আলাদা থেকে তাদের অনুশীলন করবেন। তৃতীয় দফার করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার আগ পর্যন্ত ওই ১৬ জনের সঙ্গে তারা যুক্ত হতে পারবেন না।

বিজ্ঞাপন

এদিকে ২০ সেপ্টেম্বর বিকেল ৫টায় দেখা গেল তামিম-মুশফিকরা যখন মিরপুর শের-ই-বাংলায় স্কিল অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন তখন জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে আইসোলশনে থাকা এগার ক্রিকেটারের মধ্যে পাঁচ ক্রিকেটার; এবাদত হোসেন, নাঈম হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্ত ফিটনেস অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন।

আইসোলেশনে থাকা অপর ছয় ক্রিকেটার হলেন; সাইফ হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আইসোলেশনে থাকা ক্রিকেটারদের সম্পর্কে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, ‘একজন বা দুইজন ক্রিকেটারের মাঝে করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাদের সংস্পর্শে আসা বাকিদেরও সতর্কতা হিসেবে অনুশীলনের বাইরে রাখা হয়েছে। তোলা হয়নি টিম হোটেলেও। সবাই জাতীয় ক্রিকেট একাডেমিতে অবস্থান করছেন।’

আবাসিক স্কিল ক্যাম্পের লক্ষ্যে গতকাল ঢাকায় এসে বিসিবির একাডেমি ভবনে উঠেন আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউফিউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার। ওইদিনই তাদের করোনা পরীক্ষা করানো হয়। ফল নেগেটিভ হওয়ায় বিসিবির পরিকল্পনা ছিল সব ক্রিকেটারকেই জৈব-সুরক্ষা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে। কিন্তু না সেটা হয়নি। আপাতত ১৬ ক্রিকেটারকে রাখা হচ্ছে বেষ্টনীর মধ্যে।

বিজ্ঞাপন

আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে জাতীয় দলের ক্রিকেটারদের তৃতীয় ধাপের কোভিড-১৯ টেস্ট। আবার রিপোর্ট নেগেটিভ এলেই ১৬ জনের দলে অন্তর্ভুক্ত হবেন আইসোলেশনের ১১ ক্রিকেটার। এদিকে দুইবার করোনা পজিটিভের পর তৃতীয়বার পরীক্ষা দিয়ে নেগেটিভ সার্টিফিকেট পাওয়া ওপেনার সাইফ হাসান অনুশীলনে যোগ দেবেন আরও দুই-একদিন বিশ্রামে থাকার পর।

ক্রিকেটারদের করোনা টেস্ট বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর