Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভালো ক্রিকেটার চাই না যারা আট নম্বরে থাকে’


২২ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩০

দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেওয়ার পর গোটা দলটাকে ঢেলে সাজাচ্ছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার। আর তাকে পূর্ণ সমর্থন যুগিয়ে চলেছে প্রোটিয়া বোর্ড। বাউচারের কাছে ভালো খেলোয়াড়ের কোনো দাম নেই যদি দলটা র‍্যাংকিংয়ের আট নম্বরে থাকে। দক্ষিণ আফ্রিকা বর্তমানে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে আছে আর স্বল্প দৈর্ঘের দুই ফরম্যাটেই দলটি আছে পাঁচ নম্বরে। এমন সময়েই বাউচার জানিয়েছেন, আমরা ভালো ক্রিকেটার চাই না যারা দলগত ভাবে র‍্যাংকিংয়ে আট নম্বরে থাকে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা দল নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন দেশটির প্রধান কোচ মার্ক বাউচার। সেখানেই বাউচার জানিয়েছেন তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলের পারফরম্যান্স, কয়েকজন ভালো ক্রিকেটার নয়। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলের পারফরম্যান্স। আমি কয়েকজন ভালো ক্রিকেটারের একটি দল চাই না যারা বিশ্ব র‍্যাংকিংয়ে আট নম্বরে থাকে। আমি এমন একটি দল চাই যারা এক নম্বর স্থানের জন্য লড়াই করতে প্রস্তুত।’

বিজ্ঞাপন
২০১৯ সালের বিশ্বকাপে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া দারুণ এক দল নিয়ে ইংল্যান্ডে পা রাখে দক্ষিণ আফ্রিকা। সেই বিশ্বকাপে প্রোটিয়ারা টুর্নামেন্ট শেষ করে সপ্তম স্থানে থেকে। এরপর ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারে দলটি।

‘আমরা মাঠে নামতে চাই এবং খেলা শুরু করতে চাই। এটা অনেক বড় একটি ছুটি ছিল। আমি মনে করি স্কুলের পর থেকে এত বড় ছুটি ক্রিকেটাররা আর কখনো পায়নি। যদিও তারা নিজেদের মতো ঠিকই অনুশীলন করছে। কিন্তু একজন কোচ হিসেবে আমি চাই এই অনুশীলনকে খেলার মাঠে নিয়ে যেতে। কয়েকজন খেলোয়াড় যদিও আইপিএল খেলছে, তাদের জন্য আমি খুবই খুশি কিন্তু বাকিদেরও খেলতে হবে।’

হুট করে দলের অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় অবসর গ্রহণ করার ফলে দলটি ভেঙে পড়েছে। সম্প্রতি সময়ে দল থেকে- ডেল স্টেইন, এবি ডিই ভিলিয়ার্স, হাসিম আমলা, ভার্নন ফিলান্দার, মর্নি মরকেল এবং ইমরান তাহিরের মতো খেলোয়াড়রা অবসর গ্রহণ করেছে। আর তাদের রেখে যাওয়া শূন্যস্থান পূর্ণ করতে বেশ ভুগতে হচ্ছে প্রোটিয়াদের।

দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট ফেরার সম্ভবনা বাড়ছে। এই সপ্তাহে দেশটিতে লকডাউন লেভেল একে নামিয়ে আনা হয়েছে। আর তাতেই ক্রিকেট মাঠে ফেরানোর স্বপ্ন বুনছেন বাউচার। ‘আমরা ভুল করব কারণ আমরা অনেক তরুণ একটি দল। তবে এটা ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত তা থেকে আমরা শিখব। আর এভাবেই আমরা ভালো একটি দলে পরিণত হবো। আমার দলের সবার শেখার আগ্রহ আছে অনেক এবং তারা সেটা বড় বড় টুর্নামেন্টেও অংশগ্রহণ করে প্রতিফলন দেখাতে চায়।’

দক্ষিণ আফ্রিকা প্রধান কোচ প্রোটিয়া ক্রিকেট বোর্ড মার্ক বাউচার

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর