প্রথম আনুষ্ঠানিক করোনা পরীক্ষা দিলেন টাইগাররা
২২ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫১
শ্রীলঙ্কা সিরিজ আদৌ মাঠে গড়াচ্ছে কিনা তা এখনো জানা যায়নি। কেননা স্বাগতিক বোর্ড এই বিষয়ে সফরকারী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিছুই জানাতে পারেনি। তবে তা না জানালেও সবকিছু ইতিবাচক ধরে নিয়েই এগুচ্ছে বিসিবি। সেই লক্ষ্যে সিরিজকে সামনে রেখে আজ ক্রিকেটারদের প্রথম আনুষ্ঠানিক করোনা পরীক্ষাও নেওয়া হয়েছে। স্কিল ট্রেনিং ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে প্রায় ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে দুটি কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে আয়োজক ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই মোতাবেক এর প্রথমটি আজ অনুষ্ঠিত হল। আর দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। অর্থাৎ পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী ২৭ সেপ্টেম্বর ভ্রমনের ঠিক ৭২ ঘণ্টা আগে।
আনুষ্ঠানিক প্রথম ধাপের পরীক্ষা এক দিনেই সম্পন্ন হয়েছে। আগের দুই ধাপে দেখা গিয়েছিল ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের দুই দিন ব্যাপী নমুনা সংগ্রহের কাজ চলেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি জানালেন, ‘এটা হচ্ছে আমাদের প্রথম অফিসিয়াল কোভিড টেস্ট। অফিসিয়াল বলতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দেশটিতে সফরের আগে আমাদের দুটি টেস্ট করতে বলেছে। এর প্রথমটি আজ হল। দ্বিতীয়টি ২৫ তারিখে।’
তাহলে প্রথম যে দুই দফায় করোনা পরীক্ষা হল সেটা কি ছিল? এই প্রতিবেদকের করা এমন প্রশ্নে দেবাশীষের উত্তর, ‘ওই দুটো টেস্ট বিসিবি নিজস্ব উদ্যোগে করেছিল। ক্রিকেটারদের কী অবস্থা সেটা জানতে। এর সঙ্গে সিরিজের কোন সম্পর্ক নেই।’
সব ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সবার কোভিড টেস্টের প্রতিবেদন পাওয়া যাবে।
ক্রিকেটারদের করোনা টেস্ট বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি