ধোনি বলেই সবাই চুপ!
২৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৬
চলতি আইপিএলে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স পরিসংখ্যান ফিফটি ফিফটি। দুই ম্যাচ খেলে এক জয়, এক হার। তবে যার দিকে সবার নজর ছিল সেই মহেন্দ্র সিং ধোনি চরম ব্যর্থ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে সাত নম্বরে নেমে সমালোচকদের উষ্কে দিয়েছিলেন। দল জিতেছিল বলে সমালোচনা সেভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। তবে গতকাল রাজস্থান রয়্যালস ম্যাচের পর সমালোচকরা ছেঁকে ধরেছেন ধোনিকে।
রাজস্থানের ২১৭ রানের জবাব দিতে নেমে ধোনি যখন ক্রিজে নামছিলেন ততক্ষণে চেন্নাইয়ের হার অনেকটা নিশ্চিত, ৩৮ বলে লাগত ১০৩ রান। রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ধোনি ক্রিজে নেমেছেন সাত নম্বরে। ক্রিজে নামার সময় ধোনি নিজেও হয়তো হার মেনে নিয়েছিলেন!
প্রথম ১২ বলে করলেন যে মাত্র ৯ রান! শেষ ওভারে টানা তিনটা ছক্কা মেরেছেন, যার একটা গিয়ে পড়ল স্টেডিয়ামের বাইরে রাস্তায়। তবে এসব কেবল দর্শকদের বিনোদনই দিয়েছে। চেন্নাইয়ের কাজে আসেনি। কম বলে বেশি রান লাগত সেই সময়ে নিচের সারির ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে পাঠিয়ে ধোনির সাত নম্বরে নামাটা কিছুতেই মানতে পারছেন না ভারতের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভির।
কলকাতা নাইট রাইডার্সকে দুটি শিরোপা জেতানো সাবেক অধিনায়ক বলছেন, ধোনি বলেই বিষয়টি নিয়ে সেভাবে সমালোচনা করা হচ্ছে না। অন্য কেউ হলে তাকে ছাড় দেওয়া হতো না বলছেন গম্ভির।
ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে গম্ভির বলেন, ‘সত্যি বলতে আমি অনেকটা অবাক হয়েছি। এমএস ধোনি ৭ নম্বরে ব্যাট করতে নেমেছে? নিজের আগে গায়কোয়াড়কে পাঠিয়েছে, স্যাম কুরেনকে পাঠিয়েছে। আমার কাছে এর কোনো ব্যাখ্যা হয় না। আপনার বরং সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত। আপনি যখন দুইশর বেশি (২১৭) স্কোর তাড়া করছেন, সেখানে (ধোনির) ৭-এ? ম্যাচ তো ততক্ষণে শেষই। ফাফই (ডু প্লেসি) একা যুদ্ধ করে যাচ্ছিল।’
গম্ভির বলেন, ‘হ্যাঁ, আপনি শেষ ওভারে ধোনির ছক্কাগুলোর কথা বলতে পারেন। কিন্তু সত্যি বলতে সেগুলোর কোনো গুরুত্বই ছিল না। সেগুলো শুধু ওর ব্যক্তিগত রানই হয়েছে। আপনি (আগে নেমে) তাড়াতাড়ি আউট হয়ে গেলে সেটাতে দোষের কিছু নেই, অন্তত সামনে থেকে নেতৃত্ব তো দেবেন, অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা তো করবেন! অন্য কেউ যদি এমন করতো, অন্য কোনো অধিনায়ক সাত নম্বরে নামতো, তবে তাকে চাঁছাছোলা করা হতো। ধোনি বলেই হয়তো মানুষ কথা বলছে না।’
বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।