Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ের দাপুটে জয়


২৪ সেপ্টেম্বর ২০২০ ০১:১৫

করোনাকালের আইপিএলে শুরুটা ভালো হয়নি টুর্নামেন্টটার সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরেছে রোহিত শর্মার দল। তবে জয়ের দেখা পেতে বেশিদিন অপেক্ষা করতে হলো না গতবারসহ চারবার আইপিএল শিরোপা জেতা দলটিকে। শক্তিশালী কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজ দাপুটে জয় পেয়েছে রোহিতের দল।

দু’দলের শক্তির বিচারে মনে হচ্ছিল ‘সেয়ানে সেয়ানে’ লড়াই-ই হবে, তা কিন্তু হলো না। টস হেরে ব্যাটিংয়ে গিয়ে আজ ব্যাট হেসেছে রোহিত শর্মার। রাহুল চাহার, জেমস প্যাটিসনের দারুণ বোলিংয়ের মধ্যে পরে কলকাতার কোমড় ভেঙে দিলেন জাসপ্রিত বুমরাহ। শেষ পর্যন্ত ৪৯ রানের বড় জয় পেয়েছে মুম্বাই।

বিজ্ঞাপন

টস হেরে ব্যাটিংয়ে গিয়ে শুরুতেই কুইন্টন ডি কককে (১) হারিয়ে বসে মুম্বাই। তবে সূর্যকুমার যাদবকে নিয়ে রোহিত শর্মা এমন ভাবে এগুচ্ছিলেন যে এই ধাক্কা বুঝাই গেল না। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি ছিল ৯০ রানের। যাদব ২৮ বলে ৬ চার ১ ছয়ে ব্যক্তিগত ৪৭ রানের মাথায় রান আউট হয়ে ফিরলেও রোহিত অবিচলই ছিলেন।

ভারতীয় ওপেনার আউট হয়েছেন ১৮তম ওভারে গিয়ে। ৫৪ বল খেলে ৩টি চার ৬টি ছক্কা হাঁকিয়ে করেছেন ৮০ রান। মাঝখানে সৌরভ তিওয়ারি ১৩ বলে ২১, হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ ও কাইরন পোলার্ড ৭ বলে ১৩ রানের ছোট কিন্তু কার্যকরী কিছু ইনিংস খেললেন বলে দুইশর কাছাকাছি স্কোর পায় মুম্বাইয়। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রানের সংগ্রহ গড়ে মুম্বাই।

জবাব দিতে নেমে ২৫ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে কলকাতা। নিতিশ রানা ও অধিনায়ক দিনেশ কার্তিক তারপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বটে কিন্তু নিজেদের ইনিংসগুলোকে বড় করতে পারলেন না। তবুও আন্দ্রে রাসেলের দিকে হয়তো তাকিয়ে ছিলেন কলকাতার সমর্থকরা।

বিজ্ঞাপন

একটা সময় কলকাতার ব্যাটিংয়ে একপাশে ছিলেন রাসেল, অন্যপাশে ইয়ান মর্গান। ১৬তম ওভারে বোলিংয়ে ফিরে এই দুইজনকেই তুলে নেন জাসপ্রিত বুমরাহ। কলকাতার কোমড় ভেঙেছে সেখানেই। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে কলকাতা।

আট নম্বরে ব্যাটিংয়ে নামা প্যাট কামিন্স কলকাতার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। ১২ বলে ৩৩ রান করেছেন চলতি আইপিএলের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটাররটি। এর মধ্যে বুমরাহর করা ১৮তম ওভারটি থেকেই তুলেছেন ২৭ রান! অজি পেসারের ইনিংসে চার ১টি, ছক্কা ৪টি। এছাড়া অধিনায়ক দিনেশ কার্তিক ২৩ বলে ৫ চারে ৩০ ও নিতিশ রানা ১৮ বলে ২৪ রান করেছেন।

মুম্বাইয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিসন, জামপ্রিত বুমরাহ ও রাহুল চাহার।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ২০২০ কলকাতা নাইট রাইডার্স জাসপ্রিত বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর