Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ব্যর্থ ধোনি, চেন্নাইয়ের টানা দ্বিতীয় হার


২৬ সেপ্টেম্বর ২০২০ ০৯:৩২

আইপিএলে কাল লড়াইটা ছিল মূলত তরুণদের সঙ্গে বুড়োদের! দিল্লি ক্যাপিটাল তারুণ্যনির্ভর দল। ২৫ বছর বয়সী অধিনায়ক শ্রেয়াস আয়ারের নেতৃত্বে দলটিতে খেলছেন পৃথ্বী শ, ঋসভ পন্ট, কাগিসো রাবাদার মতো ক্রিকেটাররা। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবারও বুড়োদের নিয়ে দল সাজিয়েছে চেন্নাই সুপার কিংস। শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, ডু প্লেসি, ইমরান তাহিরের মতো ‘বয়স্ক’ ক্রিকেটার খেলছেন চেন্নাইয়ের হয়ে। তারুণ্য শক্তির কাছে কাল হেরে গেছেন বুড়োরা। চলতি আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে কাল ৪৪ রানে হেরেছে চেন্নাই।

বিজ্ঞাপন

তিন ম্যাচে চেন্নাইয়ের এটা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো ধোনির দল দ্বিতীয় ম্যাচে হেরেছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। অন্যদিকে, দুই ম্যাচ খেলে দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে শ্রেয়াস আয়ারের দিল্লি ক্যাপিটাল।

মহেন্দ্র সিং ধোনির দিকে তাকিয়ে ছিলেন ভক্তরা। প্রথম দুই ম্যাচে দলের বিপদে নিচে (সাত নম্বরে) ব্যাটিং করতে নেমে সমালোচিত হয়েছেন। রানও করতে পারেননি প্রত্যাশা মতো। কাল তৃতীয় ম্যাচেও ব্যর্থ ধোনি। সাত থেকে এক ধাপ উপরে উঠে ছয়ে ব্যাট করতে নেমে ১২ বলে ১৫ রান করে আউট হয়েছেন। চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যানই কাল প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি।

১৭৫ রানের জবাব দিতে নেমে ফের ব্যর্থ চেন্নাইয়ের দুই ওপেনর শেন ওয়াটসন ও মুরালি বিজয়। বল খেয়ে আউট হয়েছেন শুরুতেই। বিজয় ১৫ বলে ১০, ওয়াটসন ১৬ বলে ১৪ রান করে ফিরেছেন। যাতে সব চাপ গিয়ে পড়ে তিনে নামা ডু প্লেসির ওপর। আগের দুই ম্যাচের মতো কালও অবশ্য রান পেয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা। কিন্তু অন্যপ্রান্ত থেকে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩১ রানে শেষ হয়েছে চেন্নাইয়ের ইনিংস। ডু প্লেসি ৩৫ বলে ৪ চারে সর্বোচ্চ ৪৩ রান করেছেন। ২১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন কেদার যাদব। দিল্লির হয়ে ২৬ রানে তিন উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

এর আগে দিল্লির ১৭৫ রানের সংগ্রহে বড় অবদান তরুণ ওপেনার পৃথ্বী শ’র। অভিজ্ঞ শেখর ধাওয়ানের সঙ্গে পৃথ্বীর ওপেনিং জুটি ছিল ৯৪ রানের। শেখর ২৭ বলে ৩ চার ১ ছয়ে ৩৫ রান করে ফিরলেও পৃথ্বী অবিচলই ছিলেন। দিল্লির হয়ে তিনে নামা ঋষভ পন্ট (৩৭) ও চারে নামা শ্রেয়াস আয়ারও (২৬) রান পেয়েছেন। যাতে তিন উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ পায় তারুণ্যে ভরা দলটি। পৃথ্বী ৪৩ বল খেলে ৯টি চার ১টি ছয়ে ৬৪ রান করেন। চেন্নাইয়ের হয়ে পুয়ুষ চাওলা ৩৩ রান খরচায় দুই উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ২০২০ চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস মহেন্দ্র সিং ধোনি

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর