প্রথম জয়ের খোঁজে কলকাতা-হায়দ্রাবাদ
২৬ সেপ্টেম্বর ২০২০ ১২:২৬
১৩তম আইপিএলে আট দলের ছয় দলই জয়ের স্বাদ পেয়েছে। এখনো জয় পায়নি কেবল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। অবশ্য দল দুটি খেলেছেই একটা করে ম্যাচ। প্রথম জয়ের খোঁজে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে কলকাতা-হায়দ্রাবাদ।
গত কয়েক দিনের মতো আজ কলকাতা-হায়দ্রাবাদের লড়াইটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।
প্রথম ম্যাচে দুর্দা্ন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল কলকাতা। রোহিত শর্মার দারুণ ব্যাটিংয়ের লাগাম টেনে ধরতে পারেনি কলকাতার বোলিং আক্রমন। পরে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তারকারা। সুনিল নারিন ও তরুণ শুভমান গিলকে নিয়ে গড়া ওপেনিং জুটি পুরো ব্যর্থ হয়েছে। ঝড় তুলতে পারেননি আন্দ্রে রাসেল, মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি কেউই। এসব মিলিয়েই মুম্বাইয়ের বিপক্ষে হারতে হয়েছিল কলকাতাকে। হায়দ্রাবাদকে হারাতে হলে নিশ্চয় এসব জায়গায় উন্নতি করতে হবে কলকাতাকে।
হায়দ্রাবাদ প্রথম ম্যাচ হেরেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ডি ভিলিয়ার্স ঝড় স্বত্বেও বেঙ্গালুরুকে ১৬৩’তে বেঁধে রেখেছিল হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্ট। কিন্তু ব্যাটিংয়ে এক জনি বেয়ারস্টো ছাড়া কেউই রান পাননি। ব্যাটিং ব্যর্থতাই প্রথম ম্যাচে ডুবিয়েছে ডেভিড ওয়ার্নারের দলকে। দলটি আজ সেসব কাটিয়ে উঠতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
দু’দলের সম্ভাব্য একাদশ:
কলকাতা নাইট রাইডার্স: সুনিল নারিন, শুভমান গিল, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), নিতিশ রানা, ইয়ান মর্গান, আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাথি, প্যাট কামিন্স, কুলদ্বীপ যাদব, শিভাম মাভি ও সন্দ্বীপ ওয়ারিয়র।
সানরাইজার্স হায়দ্রাবাদ: জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানিশ পান্ডে, প্রিয়াম গার্গ, কেন উইলিয়ামসন/মোহাম্মদ নবি, বিজয় শঙ্কর, অভিশেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা ও খলিল আহমেদ।