Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাতির জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নাকোচ


২৬ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪০

গেল মৌসুমে লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন। আর মৌসুমজুড়ে তারকাখোচিত বার্সেলোনার আক্রমণভাগকে নিজের জায়গা ঠিকই করে নিয়েছেন তরুণ এই স্প্যানিশ তারকা। আর তাই তো বার্সার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করার পরেও তার জন্য বড় অঙ্কের অর্থ প্রস্তাব করছে ইউরোপিয়ান জায়ান্টরা। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে আনসু ফাতির জন্য তার এজেন্ট জর্জ মেন্ডেস ১৫০ মিলিয়ন ইউরো প্রস্তাব এনেছিল বার্সেলোনার কাছে। তবে স্বাভাবিকভাবেই আলোচনার টেবিলে বসার আগেই তাতে নাকোচ করে দিয়েছে বার্সা।

বিজ্ঞাপন

লুইস সুয়ারেজের বার্সার ছাড়ার পর আক্রমণভাগের অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠতে পারেন ফাতি। আর তাই তো তাকে দলে রাখতে সম্ভাব্য সকল কিছুই করেছে বার্সেলোনা। ফাতির সঙ্গে সম্প্রতিই নতুন চুক্তি করেছে কাতালান ক্লাবটি। আর সেখানে ফাতিকে কেউ কিনতে চাইলে তার বাই আউট ক্লজের ৪০০ মিলিয়ন ইউরোর পুরোটাই প্রদান করতে হবে। ফাতির জন্য আগ্রহী ক্লাব ১২৫ মিলিয়ন ইউরো এবং ২৫ মিলিয়ন শর্তাবলিতে প্রদান করতে চেয়েছিল। তবে ফাতির জন্য কোনো আলোচনায় বসতেই রাজী হয়নি বার্সা।

বিজ্ঞাপন

১৭ বছর বয়সী ফাতির জন্য ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ প্রকাশ করেছে এমনটাই জানিয়েছে মার্কা। অবশ্য কেবল রেড ডেভিলরাই নয়, ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং চেলসিও এই ফরোয়ার্ডের জন্য বেশ আগ্রহ দেখিয়েছিল। ফাতির সঙ্গে বার্সেলোনা ২০২২ সাল পর্যন্ত চুক্তি বর্ধিত করেছে।

গেল মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা ২৪ ম্যাচের মধ্যে ১১টি ম্যাচ শুরুর একাদশে থেকে খেলেছেন। আর নামের পাশে ৭ গোলের সঙ্গে যোগ করেছেন একটি অ্যাসিস্টও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচের একটি গোলও করেছেন তিনি।

১৫০ মিলিয়ন ডলার আনসু ফাতি জর্জ মেন্ডেস দলবদলের মৌসুম বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর