Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষমেশ ড্র করল চেলসি


২৭ সেপ্টেম্বর ২০২০ ০০:৩২

ওয়েস্ট ব্রুমের বিপক্ষে হট ফেভারিট হয়েই মাঠে নেমেছিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। তবে সময়ের কাঁটা আধা ঘণ্টা ছোঁয়ার আগেই গুনে গুনে তিনবার চেলসির রক্ষণকে বোকা বানিয়ে বল জালে পাঠায় ওয়েস্ট ব্রুম। আর ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ওয়েস্ট ব্রুমের ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে। তবে প্রথমার্ধটা ওয়েস্ট ব্রুমের হলেও দ্বিতীয়ার্ধটা চেলসির। ম্যাচের অন্তিম মুহূর্তে টামি আব্রাহামের গোলে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করেই মাঠ ছাড়ে চেলসি।

বিজ্ঞাপন

ঘরের মাঠে চেলসিকে আতিথ্য দেয়া ওয়েস্ট ব্রুম যেন অতিথিদের কোনো প্রকার সম্মানই করল না। ম্যাচের মাত্র ৪ মিনিট অতিবাহিত হতে না হতেই চেলসির জালে প্রথম বল জড়ান কলাম রবিনসন, এরপর ২৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন এই স্ট্রাইকার। আর এর মিনিট দুই পরে ওয়েস্ট ব্রুম ডিফেন্ডার কাইল বারটলি গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় ওয়েস্ট ব্রুম। আর সেখানেই অনেকে চেলসির সলিল সমাধি দেখে ফেলেছিলেন।

তবে তরুণ ফুটবলারদের দিয়ে নিজেদের দল সাজানো চেলসি লড়াইটা চালিয়ে গেছে ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত। আর তাই তো ম্যাচের প্রথমার্ধ ওয়েস্ট ব্রুম পুরোটা নিজেদের দখলে রাখলেও দ্বিতীয়ার্ধটা নিজেদের করে নিয়েছিল অল ব্লুজরা। বিরতি থেকে ফিরে দুর্দান্ত খেলতে শুরু করে চেলসি। আর তাই তো প্রথম গোল করতে অপেক্ষা করতে হয় মাত্র ১০ মিনিট। ম্যাচের ৫৫ মিনিটে চেজার আজপিলিকুয়েটার অ্যাসিস্ট থেকে চেলসির গোলের খাতা খুলেন মেসন মাউন্ট আর দলের ব্যবধান কমিয়ে আনেন ৩-১’এ।

এরপর ম্যাচের ৭০ মিনিটে কাই হার্ভাটজের দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে চেলসির দ্বিতীয় গোল করেন কলাম হাডসন অডই। আর অডইয়ের গোলে ব্যবধান ৩-২ হওয়ার পরেই ওয়েস্ট ব্রুমকে চেপে ধরে ব্লুজরা। একের পর এক দুর্দান্ত আক্রমণে ব্যস্ত রাখে স্বাগতিকদের রক্ষণভাগকে। তবে কোনোভাবেই কাঙ্ক্ষিত তৃতীয় গোলের দেখা মিলছিল না। তবে কি হেরেই বিদায় নিতে হবে ব্লুজদের?

আত্মবিশ্বাসে ভর করে দুর্দান্ত খেলতে থাকা চেলসির সামনে জয় না হোক অন্ততপক্ষে ড্র করা ছাড়া আর কোনো পথই ছিল না। আর তাই তো ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্তই লড়াই চালিয়ে যায় ব্লুজরা। ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের ৩য় মিনিটে টামি আব্রাহামের দুর্দান্ত গোলে সমতায় ফেরে চেলসি। আর ২৭ মিনিটে ৩-০ গোলে পিছিয়ে পড়েও ৯৩ মিনিটে গোল করে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

বিজ্ঞাপন

এর আগে দিনের অপর ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে এভারটন। কার্লো আনচেলোত্তির দলের হয়ে এদিন গোল দুটি করেন ডোমিনিক কালভার্ট লেউইন এবং রিচার্লিসন।

২০২০/২১ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি বনাম ওয়েস্ট ব্রুম

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর