Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারজাহ’তে আইপিএলের দুই ম্যাচে ৬২টি ছক্কা


২৮ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল মানেই জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট, বিশ্বের নামীদামী তারকাদের মেলা। আর সেই সঙ্গে ম্যাচের রানের ফোয়ারা ছোটা। তবে এবার জাঁকজমকটা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ম্লান হলেও ক্রিকেটীয় চিত্তে নেই কোনো কমতি। এবারের আইপিএলের তিনটি ভেন্যু যথাক্রমে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এবং শেখ জায়েদ স্টেডিয়াম এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই তিন ভেন্যুতে এখন পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে শারজাহতে অনুষ্ঠিত হয়েছে মাত্র দুটি। আর এই দুই ম্যাচের ৪টি ইনিংস থেকে এসেছে রেকর্ড ৬২টি ছক্কার মার।

শারজাহতে এখন পর্যন্ত যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তাতে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে। আর দুই ম্যাচেই জয় পেয়েছে রাজস্থান। চেন্নাই সুপার কিংসের এবং রাজস্থানের মধ্যকার ম্যাচের ছক্কার সংখ্যা ৩৩টি আর কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচের ছক্কা সংখ্যা ২৯টি। এই দুই ম্যাচে মোট ছক্কার সংখ্যা আইপিএলের বাকি ৭টি ম্যাচের চেয়েও বেশি। শেখ জায়েদ এবং দুবাই স্টেডিয়ামে মোট ৭টি ম্যাচে ছয়ের সংখ্যা ৫৫টি।

বিজ্ঞাপন

শারজাহ’র দুই ম্যাচের চারটি ইনিংসে ৭৯ দশমিক ৩ ওভারে মোট রানের সংখ্যা ৮৬৫। যেখানে ওভারপ্রতি রানের সংখ্যা দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৮। এমন রান্নার বন্যার পেছনে কারণ কি তা খুঁজতে হলে নজর পড়বে শারজাহর তুলনামূলক ছোট মাঠের ওপর। অন্য দুই ভেন্যুর সঙ্গে পরিমাপ মেলালে দেখা মিলবে আসল কারণ।

আবুধাবির স্ট্রেইট যেখানে ৭৭ মিটার লম্বা সেখানে শারজাহতে এই পরিমাপ ৭৩ মিটার। লং অফে আবুধাবির স্টেডিয়ামের বিস্তৃতি ৭৪ মিটার এবং ৭৭ মিটার কিন্তু শারজাহতে এই পরিমাপ ৭১ মিটার এবং ৬৫মিটার। স্কয়ার বাউন্ডারিতে আবুধাবির স্টেডিয়ামের পরিমাপ ৬৫ এবং ৭৩ মিটার অন্যদিকে শারজাহর পরিমাপ ৬০ মিটার এবং ৬১ মিটার। আর থার্ড ম্যানে এই বাউন্ডারির পরিমাপ আবুধাবিতে ৬৫ ও ৭৩ মিটার যেখান শারজাহতে ৬০ ও ৬১ মিটার।

অর্থাৎ পরিমাপ বলছে আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামের তুলনায় শারজাহ ক্রিকেট স্টেডিয়াম পরিমাপে ছোট হওয়ায় ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাচ্ছে আর সেই সঙ্গে ব্যাটিং বান্ধব উইকেটও সাহায্য করছে। আর তাই তো শারজাহতে ওভার প্রতি প্রায় ১১ করে রান দিচ্ছে বোলাররা। আর সেই সঙ্গে ছয়ের রেকর্ডও গড়ছে ব্যাটসম্যানরা।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল আরব আমিরাতে ১৩তম আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর