বায়ার্নের আরেকটি শিরোপা জয়
১ অক্টোবর ২০২০ ০৭:১৭
তিনদিন আগে বুন্দেসলিগার ম্যাচে হোফেনহেইমের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বায়ার্ন মিউনিখ। কাল বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও বিপদে ছিল হান্স ফ্লিকের দল। একটা সময় ম্যাচে ২-২ ব্যবধানে সমতা ছিল। তবে কাল পা হড়কাতে হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ডকে শেষ পর্যন্ত ৩-২ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন।
এ নিয়ে নতুন মৌসুমে ছয় দিনের ব্যবধানে দ্বিতীয় শিরোপা জিতল জার্মানির শীর্ষ ক্লাবটি। গত বৃহস্পতিবার সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছিল তারা। এর আগে গত মৌসুমে ‘ট্রেবল’ জিতেছে বায়ার্ন। বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতার পর মৌসুম শেষে পিএসজিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগও জিতে নেয় দলটি।
কাল ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের অক্টোদশ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। তোলিসোর শট ডর্টমুন্ড গোলরক্ষক ফিরিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। দৌড়ে দিয়ে টোকা দিয়ে বল জালে জড়ান তোলিসো।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন থমাস মুলার। বাঁ দিক থেকে আলফোনসো ডেভিসের দারুণ এক ক্রসে হেড করে বায়ার্নকে ২-০ তে এগিয়ে নেন তারকা ফরোয়ার্ড। দুই গোলে পিছিয়ে পরেও ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ডর্টমুন্ড। যাতে বড় অবদান আর্লিং হলান্ডের।
৩৮ মিনিটে হলান্ডের পাস ডি-বক্সের ধরে উঁচু শটে ব্যবধান ২-১ করেন ইউলিয়ান ব্রান্ডট। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে গোল করেন হলান্ড নিজেই। টমাস দেলেনির দারুণ এক মাপা পাস ধরে ডি-বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন নরওয়ের তরুণ তারকা।
২-২ ব্যবধানে সমতার পর দারুণ জমে উঠে ম্যাচ। ৮২ মিনিটে অসাধারণ এক গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন কিমিচ। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে লেভানডোফস্কিকে দিয়ে নিজে দৌড়ে এগুন কিমিচ। ফিরতি পাস পেয়ে জোড়ালো শট নেন। ঝাঁপিয়ে পড়ে সেটা ঠেকিয়ে দেন ডর্টমুন্ড গোলরক্ষক। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। পড়ে থাকা অবস্থাতেই বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন কিমিচ। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ফল নির্ধারণ করেছে।