মেয়েদের আইপিএলে জাহানারার সঙ্গী সালমা
১ অক্টোবর ২০২০ ১৮:৪০
গত বছর ভারতে অনুষ্ঠিত মেয়েদের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছিলেন জাহানারা আলম। এবার তার সঙ্গী হতে যাচ্ছেন বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন সালমা।
আগামী ৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত হবে তিন দলের আসরটি। কাগজে-কলমে এই টুর্নামেন্টের নাম উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হলেও মেয়েদের আইপিএল হিসেবেই বেশি পরিচিত এটি।
বৃহস্পতিবার (১ অক্টবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি সুত্রে জানা গেছে, সব ঠিক থাকলে ২১ অক্টোবর সালমা-জাহানারা আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। তার আগে বিসিবির তত্বাবধানে অনুষ্ঠিত তবে তাদের করোনা পরীক্ষা।
ক্যারিয়ারে প্রথমবারের মত কোন ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়ে উচ্ছ্বাসিত সালমা খাতুন জানালেন, ‘অনেক বড় একটা সুযোগ এসেছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগে সমান গুরুত্ব দিয়ে অনুশীলন করছি। সব ধরণের সুযোগই পাচ্ছি এখানে। ইনডোর, জিম, টার্ফে ব্যাটিং-বোলিং করার সুবিধাও পাচ্ছি।’
আর টানা দ্বিতীয় সুযোগ পাওয়া জাহানারা আলম জানালেন, ‘বোলিং আস্তে আস্তে ঠিক হচ্ছে। পাঁচটা মাস ঘরে বসে থাকায় স্কিলে প্রভাব পড়েছে অনেকটা। কেউ কেউ অনেক দিন পর বল করেই সুন্দর জায়গায় বল ফেলে। আমার ক্ষেত্রে তেমনটা হয় না। অনেক পরিশ্রম করতে হয় ছন্দে ফিরতে। আগে ১২০ কিলোমিটার বেগে বল করতাম। এখন হয়ত ১১৫ তে করি। তবে ভালো ব্যাপার, গতি একটু কমলেও সুইং পাচ্ছি।’
করোনাকালে অনুশীলন ফিরলে সেই শুরু থেকেই নিয়মিত অনুশীলনে ঘাম ঝড়িয়ে যাচ্ছেন নারী দলের পেস কান্ডারি ও সাবেক দলপতি জাহানারা আলম। তবে ২০ সেপ্টেম্বর থেকে মুমিনুল-মুশফিকদের ক্যাম্প জৈব সুরক্ষা বলয়ের মধ্যে পরিচালিত হওয়ায় মিরপুর শের ই বাংলায় জাহানারা অনুশীলন করতে পারছেন না। তবুও থেমে নেই এ পেসারের প্রস্তুতি। নিজেকে সুরক্ষিত রেখে ছেলেদের একটি ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন চালিয়ে নিচ্ছেন।
বসে ছিলেন না সালমা খাতুনও। ঈদুল আযহার পর থেকেই নিজ জেলা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নিয়ম করে অনুশীলন করে যাচ্ছেন। আগামী ১২ অক্টোবর খুলনা থেকে ঢাকায় ফিরবেন এই টাইগ্রেস দলপতি।