Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উয়েফার বর্ষসেরায় বায়ার্নের জয়জয়কার


২ অক্টোবর ২০২০ ০২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উয়েফার বর্ষসেরা পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে যে বায়ার্ন মিউনিখের আধিপত্য থাকবে সেটা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। জার্মান ক্লাবটি ফাইনালে পিএসজিকে হারিয়ে শুধু শিরোপাই জিতেনি, পুরো টুর্নামেন্টই খেলেছে দুর্দান্ত। কিন্তু পুরস্কারের মঞ্চে বায়ার্নের যে এমন জয়জয়কার হবে সেটা আন্দাজ করেনি অনেকেই!

আজ সুইজারল্যান্ডের জেনেভায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি গত মৌসুমের বর্ষসেরাদের নির্বাচন করা হয়েছে। এতে বর্ষসেরা ফুটবলার, কোচসহ প্রায় সব পুরস্কারই গেছে বায়ার্নে।

উয়েফার বর্ষসেরা ফুটবলারের সেরা তিনের তালিকায় এবার ছিলেন না লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো। ফাইনাল খেলা পিএসজির তারকা নেইমারও ছিলেন না। তাদের অনুপস্থিতিতে রবার্ট লেভানডফস্কিই জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। গত আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেছিলেন বায়ার্ন মিউনিখ তারকা। সেরা স্ট্রাইকারের পুরস্কারটাও উঠেছে তার হাতে।

বিজ্ঞাপন

সেরা গোলরক্ষক হয়েছেন বায়ার্নের ম্যানুয়েল নয়্যার। সেরা ডিফেন্ডার বায়ার্নের কিমিখ। সেরা কোচের পুরস্কার জিতেছেন বায়ার্নের হানসি ফ্লিক। শুধু সেরা মিডফিল্ডারের পুরস্কারটাই গেছে বাইরে। এই পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ রবার্ট লেভানডফস্কি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর