Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাশ ডমিঙ্গো বলছেন ‘শ্রীলঙ্কা না যাওয়ার সিদ্ধান্ত যুক্তিযুক্ত’


২ অক্টোবর ২০২০ ১৮:৫৩

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হলো একেবারে শেষ সময়ে এসে। তিন ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে হোটেলেও উঠে গিয়েছিলেন টাইগাররা। সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়েছিল আরও আগে। বিমানে ওঠার দিন গুনছিলেন ক্রিকেটাররা। সেই মুহূর্তে জানা গেল, আপাতত যাওয়া হচ্ছে না দ্বীপ দেশটিতে। এতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো স্বাভাবিক ভাবেই হতাশ। তবে দক্ষিণ আফ্রিকান কোচ এটাও মনে করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঠিক সিদ্ধান্তই নিয়েছে।

বিজ্ঞাপন

করোনাকালের সফরে কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে দ্বিমতের কারণেই শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত হয়ে গেছে। নিজ দেশের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী শ্রীলঙ্কান বোর্ড জানিয়ে দিয়েছিল, সফরে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে। এই ১৪ দিনই থাকতে হবে পুরোপুরি ঘরবন্দি।

বিসিবি এতো লম্বা সময় রুমবন্দি থাকাতে আপত্তি তুলে আসছিল। এতো লম্বা সময় ঘরবন্দি থাকার পর ক্রিকেটাররা মাঠে কতোটা মানিয়ে নিতে পারবে তা নিয়ে চিন্তা বিসিবির। ফলে কোয়ারেন্টাইনের সময় কমানো বা কোয়ারেন্টাইনের সময় অনুশীলন সুবিধার দাবি জানানো হয় বিসিবির পক্ষ থেকে। শ্রীলঙ্কান বোর্ড সেই সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেনি বলেই শেষ পর্যন্ত সফরে ‘না’ বলে দিয়েছে বিসিবি।

শুক্রবার (২ অক্টোবর) জুম অ্যাপের মাধ্যমে সংবাদ সম্মেলন করেছেন ডমিঙ্গো। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন , ‘শ্রীলঙ্কা সিরিজ না হওয়াতে আমি খুবই হতাশ। তবে আমি মনে করি বিসিবি ঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তুতি ছাড়া টানা দিন দশেক ঘরবন্দি থাকা খুবই কঠিন হতো। সে হিসেবে আমি মনে করি বিসিবির সিদ্ধান্ত সঠিক ছিল। যদিও আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময়টা আরও পিছিয়ে গেল।’

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর