করোনার হানা নাপোলির স্কোয়াডে, জুভেকে ম্যাচ ছেড়ে দিতে হবে?
৪ অক্টোবর ২০২০ ১১:৪৫
বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে নাপোলিকে আতিথ্য দেয়ার কথা রয়েছে জুভেন্টাসের। তবে সবকিছুকে ঘিরে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার। নাপোলির স্কোয়াডে করোনাভাইরাসের হানায় তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর তাই তো যথা সময়ে তুরিনে পৌঁছাতে পারবে না নাপোলি। এদিকে শনিবার রাতে এক অফিসিয়াল বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে তারা এই ম্যাচ খেলতে যথা সময়েই স্টেডিয়ামে হাজির হবে।
এমন পরিস্থিতিতে ম্যাচ খেলতে সঠিক সময়ে উপস্থিত হতে না পারলে ম্যাচটি ছেড়ে দিতে হবে। এবং ৩-০ গোলের ব্যবধানের পরাজয় মেনে নিতে হবে। নাপোলির দুইজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছে এবং ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে স্থানীয় প্রশাসন তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর সেই সঙ্গে করোনায় আক্রান্তদের সঙ্গে সঙ্গে বাকি দলকেও আইসোলেশনে অবস্থানের নির্দেশ দিয়েছে।
নাপোলির দলকে স্থানীয় প্রশাসন আইসোলেশনে অবস্থানের নির্দেশ দিলেও সিরি আ কর্তৃপক্ষ এখন পর্যন্ত ম্যাচটি স্থগিত করেনি। আর এমন পরিস্থিতিতে জুভেন্টাসের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, ‘জুভেন্টাস ফুটবল ক্লাব জানাতে চায় যে জুভেন্টাস বনাম নাপোলির মধ্যকার ম্যাচটি খেলার জন্য আগামীকাল পূর্ব নির্ধারিত সময় ৮টা ৪৫ মিনিটে মাঠে ইপস্থিত হবে।’
এদিকে শনিবার নাপোলি মিডফিল্ডার এলিফ এলমাস করোনায় আক্রান্ত হন এবং এরপর পিওত্রো যিলিন্সকি এবং একজন স্টাফ করোনা পরীক্ষায় পজিটিভ হন। এর আগে গত সপ্তাহে নাপোলি জেনোয়ার বিপক্ষে ম্যাচ খেলে। আর এরপরেই জানা যায় জেনোয়ার ২০জন খেলোয়াড় এবং স্টাফ করোনায় আক্রান্ত। আর সেই অবস্থাতেই তারা নাপোলির বিপক্ষে ম্যাচ খেলে।
জেনোয়ার স্কোয়াডের ২০জন করোনায় আক্রান্ত হওয়ার পর দলটির বিপক্ষে তোরিনোর ম্যাচ স্থগিত করা হয়েছে। তবে তাদের সঙ্গে খেলার পর নাপোলির কয়েকজন খেলোয়াড় পজিটিভ হলেও জুভন্টাসের বিপক্ষের ম্যাচটি এখনও স্থগিত করা হয়নি। আর অফিসিয়ালি ম্যাচটি স্থগিত করা না হলে জুভেন্টাসকে ৩-০ গোলের ব্যবধানে জয়ী ঘোষণা করা হবে।
ইতালিয়ান সিরি আ করোনার হানা খেলা নিয়ে ধোঁয়াশা জুভেন্টাস বনাম নাপোলি নাপোলির দলে করোনা