Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশদের বর্ষসেরা ক্রিকেটার ক্রিস ওকস, টেস্টে স্টুয়ার্ট ব্রড


৪ অক্টোবর ২০২০ ১৩:৩৬

গেল বছরটা দুর্দান্ত কেটেছে ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকসের। আর তাই তো তার পুরস্কার স্বরূপ প্রথমবারের মতো প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) এই বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত ক্রিস ওকস। আর টেস্টে দুর্দান্ত পারফর্ম করায় সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টুয়ার্ট ব্রড, ওয়ানডেতে এই পুরস্কার ডেভিড উইলির এবং টি-টোয়েন্টিতে ডেভিড মালানের।

প্রতিবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে এই পুরস্কার দেওয়া হলেও এ বছর করোনাভাইরাসের প্রাদুর্দাভাবের কারণে ৫১তম ন্যাটওয়েস্ট পিসিএ পুরস্কার বিতরণের অনুষ্ঠানে ছিল না আগের সেই জাঁকজমকতা। অনেকটা নিরবেই আয়োজিত হয়েছে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরা পুরুষ ক্রিকেটারদের সঙ্গে নারীদেরও পুরস্কার ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন সারাহ গ্লেন।

বিজ্ঞাপন

এবছর পিসিএ’র বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন জ্যাক ক্রলি। আর টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ডেভিড মালান।

বল কিংবা ব্যাট দুই মিলিয়ে দুর্দান্ত এক বছর কাটিয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। করোনা পরবর্তী সময়ে জৈব সুরক্ষা বলয়ে থেকে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট খেলেছে ইংলিশরা। আর সেখানেই পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের অনবধ্য এক ইনিংস খেলেন। ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে দল যখন হারের প্রহর গুনছিল ঠিক তখনই ব্যাট হতে জস বাটলারের সাথে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি।

অবশ্য কেবল ইংলিশদের জাতীয় দলের জার্সি গায়েই নয় সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও দাপট দেখিয়েছেন ৩১ বছর বয়সি এই অলরাউন্ডার। আর তাতেই মিলেছে এমন পুরস্কার। গোতা ইংল্যান্ডেরই সেরা খেলোয়াড়ের পুরস্কার বাগিয়ে নিলেন।

বিজ্ঞাপন

বর্ষসেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ওকস বলেন, ‘বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত, যদিও খবরটি শুনে শুরুতে আমি একটু ধাক্কা খেয়েছিলাম। আমার সহকর্মীদের কাছে থেকে এই পুরস্কার পেয়ে আমি সম্মানিতবোধ করছি। বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার এই পুরস্কার পেয়েছেন। তাদের মাঝে থাকতে পারাটা দারুণ ব্যাপার।’

বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা:

বর্ষসেরা পুরুষ ক্রিকেটার – ক্রিস ওকস
বর্ষসেরা নারী ক্রিকেটার – সারাহ গ্লেন
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার – জ্যাক ক্রাওলি
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার – স্টুয়ার্ট ব্রড
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার – ডেভিড মালান
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার – ডেভিড উইলি

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ক্রিস ওকস প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) বর্ষসেরা ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর