Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিক


৪ অক্টোবর ২০২০ ১৫:৫০

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হয়েছেন। ইউনিসেফের হয়ে টাইগার এই তারকা ব্যাটসম্যান দেশজুড়ে শিশুদের অধিকার নিয়ে প্রচার-প্রচারণা চালাবেন।

শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞিপ্তিতে ইউনিসেফ বাংলাদেশর রিপ্রেজেনটেটিভ টামু হজুমির বরাত দিয়ে বলা হয়েছে, ‘জাতিসংঘের শুভেচ্ছদূত হিসেবে আমরা মুশফিকুর রহিমকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি তিনি তার মেধা ও মর্যাদার মাধ্যমে এদেশের মানুষের কাছে পৌঁছে যাবেন।’

এদিকে ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেজে একটি ভিডিও বার্তায় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন মুশফিক।

ভিডিও বার্তায় মুশফিক বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ আমাকে বিভিন্নভাবে দেখেছে। বাংলাদেশের নানান সফলতায় নানানভাবে দায়িত্ব পালন করেছি আমি। বাংলাদেশ জাতীয় দলকে আমি নেতৃত্ব দিয়েছি এবং দেশের জন্য সফলতা নিয়ে আসার চেষ্টা করছি। বাংলাদেশের শিশুদের অধিকারে উন্নতি আনতে ইউনিসেফের সঙ্গে শিশুদের নিরাপদ, সুখী এবং সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। আমি শিশুদের অধিকার নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত।’

ইউনিসেফ পরিবারের সঙ্গে মুশফিক যোগ দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন সংস্থাটির বাংলাদেশ উপ-প্রতিনিধি ভিরা মেনডোনকা। সারাদেশের মানুষের মাঝে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখবেন মুশফিক বলে বিশ্বাস করেন মেনডোনকা।

বিজ্ঞাপন

মেনডোনকা বলেন, ‘আজ আমরা গর্বিত মুশফিকুর রহিকে ইউনিসেফ পরিবারের নতুন শুভেচ্ছাদূত হিসেবে স্বাগত জানাতে পেরে। আমরা বিশ্বাস করি মুশফিক তার নেতৃত্ব গুণ সম্মান এবং প্রতিভা দিয়ে ইউনিসেফকে সাহায্য করবে যাতে পুরো বাংলাদেশের মানুষের মাঝে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে পারি আমরা। এবং আমরা বিশ্বাস করি সকল শিশুকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করবেন মুশফিক।’

হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের পরে বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ইউনিসেফ’র শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। সাকিব আল হাসান শুভেচ্ছদূত হিসেবে মনোনিত হয়েছিলেন ২০১৩ সালে। আর হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল মনোনিত হয়েছিলেন ২০০৫ সালে।

ইউনিসেফ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মুশফিকুর রহিম শুভেচ্ছা দূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর