Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার বোলিং কোচ হিথ স্ট্রিক


১২ মার্চ ২০১৮ ১৫:২৪

সারাবাংলা ডেস্ক

ক’দিন আগেই দীনেশ কার্তিককে অধিনায়ক হিসেবে ঘোষণা করে আইপিএলের অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এবার বোলিং কোচও নিয়োগ করলো কেকেআর। বাংলাদেশের সাবেক বোলিং কোচ জিম্বাবুয়ের সাবেক তারকা হিথ স্ট্রিককে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শাহরুখ খানের দলটি।

মাশরাফি-মোস্তাফিজ-তাসকিনদের বোলিং কোচ ছিলেন স্ট্রিক। পরে, আইপিএলের গত দুই মৌসুমে গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

এবার আইপিএলে গুজরাট না থাকায় স্ট্রিক পেলেন আন্দ্রে রাসেল, ক্রিস লিন, বিনয় কুমার আর মিচেল জনসনদের। বর্তমানে জিম্বাবুয়ে জাতীয় দলের কোচের ভূমিকা পালন করছেন স্ট্রিক।

এর আগে লক্ষ্মীপতি বালাজি ছিলেন কেকেআরের বোলিং কোচ। তাকে সরিয়ে কেকেআরের বোলিং বিভাগের হেড স্যার হচ্ছেন স্ট্রিক। কেকেআরের হেড কোচ হয়েছেন জ্যাক ক্যালিস। সহকারী কোচের ভূমিকায় থাকছেন সাইমন কাটিচ। তাদের সঙ্গেই কোচিং টিমে নতুন মুখ স্ট্রিক।

কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারাইন (১২.৫ কোটি, রিটেইন), আন্দ্রে রাসেল (৮.৫ কোটি, রিটেইন), মিচেল স্টার্ক (৯.৪ কোটি), ক্রিস লিন (৯.৬ কোটি), দীনেশ কার্তিক (৭.৪ কোটি), রবিন উথাপ্পা (৬.৪ কোটি), পীযুষ চাওলা (৪.২ কোটি), কুলদীপ যাদব (৫.৮ কোটি), শুভমন গিল (১.৮ কোটি), ইশাঙ্ক জাগ্গি (২০ লাখ), কমলেশ নাগারকোটি (৩.২ কোটি), নীতিশ রানা (৩.৪ কোটি), শীভামমাভি (৩ কোটি), মিচেল জনসন (২ কোটি), বিনয় কুমার (১ কোটি), রিঙ্কু সিং (৮০ লাখ), ক্যামেরুন ডেলপোর্ট (৩০ লাখ), জ্যাভন সিয়ারলেস (৩০ লাখ), অপূর্ব ওয়াঙ্কখাদে (২০ লাখ)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর