Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ময়ে বিমূঢ় ইমরুল


৫ অক্টোবর ২০২০ ১৭:০৫

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের ৩২তম ওভারের কথা। তাসকিন আহমেদের লাফিয়ে উঠা বলটি ইমরুল কায়েস পুল করতে গেলে তা টপ এজ হয়ে পিচের মাঝামাঝি চলে আসে। তাসকিন আহমেদ তা ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন। আম্পায়ারও আঙুল তুলে জানিয়ে দেন তিনি আউট। আম্পায়ারের এমন সিদ্ধান্তে বিস্ময়ে বিমূঢ় হয়ে যান ইমরুল এবং তিনি ক্রিজেই দাঁড়িয়ে থাকেন। তার দাবি, বল আগে মাটি ছুঁয়েছে এরপরে তাসকিন তালুবন্দি করেছেন। অতএব তিনি আউট হননি। ততক্ষণে লেগ আম্পায়রকে ডেকেছেন আম্পায়ার।

বিজ্ঞাপন

ততক্ষণে মেজাজ হারিয়েছেন ইমরুল। ক্রিজ ছেড়ে গুটি গুটি পায়ে অপর প্রান্তে থাকা আম্পায়রদের এগিয়ে আসছেন আর বলছেন, তিনি আউট নন। ইতোমধ্যেই নিজের ফিল্ডিং পজিশন থেকে তামিম ইকবাল আম্পায়ারদের দিকে আসছেন আর ইমরুলকে বেরিয়ে যেতে বলছেন। তবুও মাঠ ছাড়ছিলেন না ওটিস গিবসন একাদশের এই ওপেনার। এরপর তামিম গিয়ে আম্পায়রদের সঙ্গে কথা বলতে থাকেন। এর এক পর্যায়ে দুই আম্পায়ার মিলেই সিদ্ধান্ত দেন, আউট। ভাঙা মন নিয়ে ইমরুল কায়েসও মাঠ ছেড়ে বেরিয়ে যান। তার আগে নামের পাশে যোগ করেছেন ৬০ রান।

বিজ্ঞাপন

বিসিবি আয়োজিত দুই ম্যাচ সিরিজের দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে ইমরুল রান না পেলেও সোমবার (৫ অক্টোবর) থেকে মিরপুর শের-ই-বাংলায় শুরু হওয়া দ্বিতীয়টিতে কিন্তু ঠিকই ব্যাট হাতে জ্বলে উঠলেন, যেন এই ম্যাচ দিয়েই নিজেকে ফিরে পেলেন জাতীয় দলে ব্রাত্য এই টপ অর্ডার। দারুণ টেস্ট মেজাজে নিজের ইনিংসকে সমৃদ্ধ করেছেন।

দিনের শুরু থেকে তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে একবারও মনে হয়নি কেউ তাকে ডেসিংরুমের পথ দেখাতে পারেন। অনেকে তো তার সেঞ্চুরিও দেখে ফেলেছিলেন। কিন্তু না শেষ পর্যন্ত তিনি তা করে দেখাতে পারেননি। ফিরে গেছেন তাসকিন আহমেদের তৃতীয় শিকার বনে।

রায়ান কুক একাদেশর বিপক্ষে দিনের শুরুতেই বল হাতে জ্বলে উঠেছেন দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদ। প্রথম সেশনেরর শুরুতেই ব্যক্তিগত ৭ রানে ওপেনার সাইফ হাসানকে করেছেন কট অ্যান্ড বোল্ড। আর নাজমুল ইসলাম শান্তকে মাত্র ২ রানে তুলে দিয়েছেন ইয়াসির চৌধুরী রাব্বির হাতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪তম ওভারে ওটিস গিবসন একাদশের সংগ্রহ ৫ উইকেটে ২১৯ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও অবশ্য বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু সেখানে বাধ সেধেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। দারুণ বাউন্সারে করেছেন কট অ্যান্ড বোল্ড। অপর ব্যাটসম্যান লিটন দাসকে ৪৪ রানে ফিরিয়েছেন আল আমিন হোসেন।

ইমরুল কায়েস ওটিস গিবসন একাদশ দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম রায়ান কুক একাদশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর