দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২০০ রানের লক্ষ্য তামিম-মুশফিকদের
৬ অক্টোবর ২০২০ ১৩:২১
বিসিবি আয়োজিত দুই ম্যাচ সিরিজের দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়টি মিরপুর শের-ই-বাংলায় শুরু হয় সোমবার (৫ অক্টোবর)। বৃষ্টিহীন প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসের আগেই মুষলধারায় বৃষ্টি মিরপুরে। আর একারণেই সকাল থেকে একটি বলও হয়নি। ঘণ্টা খানেকের বৃষ্টিতে দিনের প্রথম সেশনই মাঠে গড়ায়নি। আর এভাবেই লাঞ্চ ব্রেকের পর দুপুর ১টা বেজে একটি বলও মাঠে গড়ায়নি।
এমন পরিস্থিতিতে ম্যাচের বাকি সময়ে রায়ান কুক একাদশ ব্যাটিংয়ে নামবে। আর দিনের অবশিষ্ট সময় খেলা হবে একদিনের আদলে। বাকি সময়ে ৪৩ ওভার খেলা হবে। আর এই ৪৩ ওভারের রায়ান কুক একাদশকে ২০০ রানের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। কিছু সময় পরেই জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবেন রায়ান কুক একাদশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হকরা।
এর আগে ওটিস গিবসন একাদশের দুই ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ ফিফটির কোঠা ছুঁয়ে সাজ ঘরে ফেরেন। ফেরার আগে মাহমুদউল্লাহর নামের পাশে ৫৬ রান ও ইমরুলের পাশে ৬০। মূলত তাদের ব্যাটে ভর করেই দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৪৮ রানের সংগ্রহ পায় ওটিস গিবসন একাদশ। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন লিটন দাস।
আর রায়ান কুক একাদশের হয়ে ১১ ওভার বল করে ৪৪ রানের বিনিময়ে তাসকিন আহমেদ তুলে নিয়েছেন ৩ উইকেট।
ইমরুল কায়েস ওটিস গিবসন একাদশ তামিম ইকবাল তাসকিন আহমেদ দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুমিনুল হক রায়ান কুক একাদশ