Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাই আমাদের পতন দেখতে চায়: ভ্যান ডাইক


৭ অক্টোবর ২০২০ ১৫:৫৭

৩০ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উযদাপনে মেতেছে লিভারপুল। ২০১৯/২০ মৌসুমে লিগ জয়ে বড় ভূমিকা আছে ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের। দলের রক্ষণকে শক্তিশালী করতে সাউদাম্পটন থেকে সে সময় রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে অ্যানফিল্ডে ভেড়েন ভ্যান ডাইক। তবে ২০২০/২১ মৌসুমের ৪র্থ ম্যাচে এসে অ্যাস্টন ভিলার কাছে ৭-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয় অল রেডরা। আর এরপরেই তাদের নিয়ে চলছে সমালোচনা। আর এমন সমালোচনার জবাবে ভ্যান ডাইক বললেন, ‘আমাদের এমন সমালোচনা চলছে কারণ সবাই আমাদের পতন দেখতে চায়।’

বিজ্ঞাপন

বিবিসি’র আয়োজিত পডকাস্টে অংশগ্রহণ করেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। সেখানেই এক পর্যায়ে তিনি এই কথা বলেন।

ভ্যান ডাইক বলেন, ‘আমি চেষ্টা করছি যেন নিজের সেরটা সবসময় দিতে পারি। এবং শীর্ষস্থান ধরে রাখাটাই সবচেয়ে কঠিন কাজ। আমি সব সময় নিজের সর্বোচ্চটুকু দিতে চাই। আমার হাতে সময় আছে কারণ আমার অবসর পর্যন্ত সময় হাতে আছে।’

২০১৭ সালে সাউদাম্পটন থেকে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে অল রেডদের ডেরায় ভেড়েন ভ্যান ডাইক। আর ইয়্যুর্গেন ক্লপের অধীনে ২০১৭/১৮ মৌসুমেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে। তবে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে সে যাত্রায় শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রেডদের। এরপরের মৌসুমে অবশ্য স্পার্সকে হারিয়ে নিজেদের ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করে লিভারপুল। এরপরের মৌসুমে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিততে মূখ্য ভূমিকা রাখেন এই ডিফেন্ডার।

তবে নতুন মৌসুমে অ্যাস্টন ভিলার কাছে লজ্জার এই হারে সমালোচকদের তীক্ষ্ণ দৃষ্টিতে পড়েছে চ্যাম্পিয়নরা। আর তাই তো তাদের জন্য বিশেষ বার্তা ভ্যান ডাইকের। জানিয়ে দিলেন সমালোচকরা তো সমালোচনা করবেই। ভ্যান ডাইক বলেন, ‘আমাদের এত বেশি সমালোচনা হচ্ছে কারণ সবাই আমাদের পতন দেখতে চায়।’

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ভার্জিল ভ্যান ডাইক লিভারপুল লিভারপুলের পতন সমালোচকরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর