Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচপি দল নিয়ে বিসিবির নতুন ভাবনা


৭ অক্টোবর ২০২০ ১৭:৪৮

করোনাকালে বিদেশ সফর না থাকায় হাই পারফরম্যান্স (এইচপি) দলের জন্য ঘরোয়া ক্রিকেট ও স্কিল অনুশীলনের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে এর মধ্যেই আটকে থাকতে চাচ্ছে না টাইগার প্রশাসন। সুযোগ তৈরী হলে আফিফ- আকবরদের জন্য বিদেশ সফরের ভাবনাও ভেবে রেখেছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।

করোনা বাস্তবতায় জাতীয় দলের অনুরুপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটেরও শ্রীলঙ্কা সফর আপাতকালীন সময়ের জন্য স্থগিত হয়ে গেছে। ফলে জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে কিছুটা অনিশ্চয়তার তৈরী হয়েছিল। কিন্তু ১১-২৩ অক্টোবর তিন দলের অংশগ্রহনের ওয়ানডে সিরিজ ও মধ্য নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সেই অনিশ্চয়তা অনেকাংশেই কাটিয়ে উঠেছে হাই পারফরম্যান্স ইউনিট।

বিজ্ঞাপন

কেননা ১১ অক্টোবর থেকে অনুষ্ঠেয় তামিম ইকবাল একাদশ, মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশে হাই পারফরম্যান্স দলের মোট ২৫ ক্রিকেটারের মধ্যে ২০ জনই অংশ নিচ্ছেন। আর নভেম্বরে টি-টোয়েন্টি তো থাকছেই। কিন্তু এর মধ্যেও তাদের নিয়ে নতুন ভাবনা ভেবে রেখেছে বিসিবি। সুযোগ ‍তৈরী হলেই তাদের জন্য আয়োজিত হবে বিদেশি সিরিজ।

বুধবার (৭ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি প্রাঙ্গনে সংবাদ মাধ্যমকে একথা জানালেন বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

তিনি বললেন, ‘বিদেশ সফরটা তো আসলে আমাদের উপর নির্ভর করে না। যেমন ধরেন শ্রীলঙ্কার অভিজ্ঞতাটাই যদি বলি, আমাদের ইচ্ছে ছিল আমরা অনেকভাবে চেষ্টা করেছি। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যদি অনুমতি না দেয় তাহলে তো সম্ভব না। কিন্তু আমরা অন্যান্য জায়গায় চেষ্টা করছি। এইচপির তো এমনিতেই বিদেশ সফর থাকে। আমাদের দেশে আনাটা কঠিন হবে কিন্তু অন্য যেকোন জায়গায় যদি আমরা সুযোগ পাই সে অপশন আমাদের আছে।’

বিজ্ঞাপন

আগেই উল্লেখ করা হয়েছে তিন দলের ওয়ানডে সিরিজে এইচপি স্কোয়াডে ২৫ ক্রিকেটারের ২০ জনই ডাক পেয়েছেন। নভেম্বরের টি-টোয়েন্টি টুর্নামেন্টে সংখ্যাটি বাড়তেও পারে আবার কমতেও পারে। তাহলে যারা খেলবেন না তাদের কি হবে? বসে থাকবেন? না, মোটেই তা নয়। তখন তারা স্কিল অনুশীলনে ব্যস্ত থাকবেন বলে জানালেন এইচপি চেয়ারম্যান।

‘আমাদের তো ২৫ জন প্লেয়ার। ২৫ জনের ভেতর সবাই তো খেলবে না। যারা সুযোগ পেয়েছে তারা সিরিজ খেলবে বাকিরা প্রোগ্রাম চালিয়ে যাবে। সিরিজ তো খুব বেশি দিনের না। এরপর আবার কর্পোরেট আসবে, একইভাবে চলবে অতিরিক্ত খেলোয়াড়রা অনুশীলন চালিয়ে যাবে।’

ওয়ানডে সিরিজে ডাক পাওয়া এইচপি দলের ২০ ক্রিকেটার হলেন; আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুকিদুল ইসলাম মুগ্ধ, তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন, সুমন খান, তানভির ইসলাম, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, শরিফুল ইসলাম, এসকে মেহেদি হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, শফিকুল ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কন।

এইচপি দল ক্রিকেটারদের অনুশীলন বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর