Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে শেষ হাসি কলকাতার


১০ অক্টোবর ২০২০ ২০:০১

চলতি আইপিএলটা রোমাঞ্চে ভরপুর। মরুরবুকে একের পর এক দুর্দান্ত ম্যাচ উপহার দিয়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় ঠাসা। তারই ধারাবাহিকতায় শনিবার (১০ অক্টোবর) আবু ধাবিতে শেষ ওভারের দুর্দান্ত বোলিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২ রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে পাঞ্জাব থামে ১৬২ রানে।

বিজ্ঞাপন

ম্যাচের বয়স তখন দ্বিতীয় ইনিংসের ১৬তম ওভার জয়ের জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের প্রয়োজন ৩০ বলে ৪৮ রানের। ক্রিজে তখন চলতি মৌসুমটা দুর্দান্ত ব্যাট করতে থাকা লোকেশ রাহুল। কমলেশ নাগারকুটির এক ওভারে রাহুল এবং নিকোলাস পুরান মিলে তুললেন ১৯ রান। পাঞ্জাবের হাতে মুঠোয় চলে আসে ম্যাচ ওই এক ওভারেই। উইকেটে তখন দুর্দান্ত ফর্মে থাকা সেট ব্যাটসম্যান রাহুল আর নিকোলাস পুরান। পরের ওভারে দুইয়ে মিলে নিলেন ৭ রান শেষ ১৮ বলে পাঞ্জাবের প্রয়োজন আর মাত্র ২২ রান হাতে আছে ৯ উইকেট।

বিজ্ঞাপন

তবে খেলাটা যখন ক্রিকেট তখন শেষ বলেও ম্যাচ ঘুরে যেতে পারে। আর হলোও তাই শেষ বলেই নিষ্পত্তি হলো ম্যাচ। এর আগে সুনীল নারিনের করা ১৮তম ওভারে পুরানের উইকেট হারানোর সঙ্গে সঙ্গে পাঞ্জাব সংগ্রহ করল মাত্র ২ রান। আর এখানেই ম্যাচের পাল্লা ঝুঁকে পড়ল কেকেআরের দিকে। ১৯তম ওভারে বল হাতে প্রসিধ কৃষ্ণ, ডেথ ওভারে এসে চাপের মুহূর্তে দুর্দান্ত বল করে লোকেশ রাহুল প্রভাসিমরান সিংয়ের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দিলেন মাত্র ৬ রান। শেষ ওভারে পাঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ১৪ রান আর উইকেটে অস্ট্রেলিয়ান হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল। বল হাতে এলেন অভিজ্ঞ সুনীল নারিন।

৬ বল ১৪টি রান, কত সহস্রবার করে দেখিয়েছেন ম্যাক্সওয়েল তার ইয়ত্তা নেই। তবে নারিনের সঙ্গে আর পেরে উঠলেন না। যদিও শেষ বলে ৭ রান দরকার ছিল পাঞ্জাবের যেখানে একটি ছয় হলেই খেলা গড়াতে পারত সুপার ওভারে। সেখানে শেষ বলে আশাও জাগিয়ে বল হাঁকিয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে বল সীমানার ইঞ্চি খানেক দূরে পড়লে আম্পায়ার চারের সংকেত দিলে ভাঙে পাঞ্জাবের মন। আর মাত্র ২ রানের ব্যবধানে জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

ব্যাট হাতে দুর্দান্ত আইপিএল পার করছেন দুই ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। কলকাতার দেওয়ার ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল মাত্র ৩৯ বলে ৫৬ রান করে ফেরেন আর অধিনায়ক লোকেশ রাহুল ফেরেন ৫৮ বলে ৭৪ রান করে। দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে ক্রিজ ছাড়েন রাহুল। তবে বাকিরা নিজেদের কাজ ঠিকমত করতে না পারায় হাতের মুঠো গলে বেরিয়ে যায় ম্যাচটি।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুভমন গিলের ৫৭ আর অধিনায়ক দীনেশ কার্তিকের ৫৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে কলকাতা। ইয়ন মরগান করেন ২৪।

স্কোরকার্ড:

কলকাতা: ১৬৪/৬ (কার্তিক ৫৮, শুভমন ৫৭), (আর্শদিপ ২৫/১, বিষ্ণই ২৫/১)

পাঞ্জাব: ১৬২/৫, (রাহুল ৭৪, মায়াঙ্ক ৫৬), (কৃষ্ণা ২৯/৩, নারিন ২৮/২)

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

কলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাব কেকেআর বনাম পাঞ্জাব জিটিভি র‍্যাবিটহোলিডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর