Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বুলবুলের জন্য বিসিবির দরজা খোলা আছে’


১২ মার্চ ২০১৮ ১৯:১৮

স্টাফ করেসপন্ডেন্ট

কদিন আগে বেশ তোলপাড়ই হয়ে গেছে কথাটা নিয়ে। আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, দেশের একটি শীর্ষ দৈনিককে বলেছিলেন সাবেক অধিনায়ক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। পরে নিজের ফেসবুকে সেটি নিয়ে তুমুল ক্ষোভ জানিয়ে বুলবুল জানিয়েছিলেন, এ ধরনের কোনো প্রস্তাবই তাকে কখনো দেওয়া হয়নি। আজ মিরপুরে আকরাম আবারও বললেন, বুলবুলের জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা।

বিজ্ঞাপন

বেশ কদিন থেকেই হন্যে হয়ে জাতীয় দলের কোচ খুঁজছে বিসিবি। এর মধ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, এপ্রিলের প্রথম সপ্তাহেই দায়িত্ব নিতে পারেন নতুন কোচ। দেশি কোচ কেন নয়, সেই প্রশ্নও করা হয়েছিল আকরামকে। সাবেক এই অধিনায়ক অবশ্য বললেন, এখানে অভিজ্ঞতার ব্যাপারটা গুরত্বপূর্ণ।

তিনি জানান, ‘এখানে অভিজ্ঞতার কিন্তু একটা ব্যাপার আছে। যারা বাংলাদেশ টিমে কাজ করে গিয়েছে তারা অভিজ্ঞ। এটা বোর্ডের মাধ্যমে আসে। আমি মনে করি রাহুল দ্রাবিড়ের মতো প্লেয়ার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করছে। এটা আসলে জাতীয় দলের চাইতেও একটি দেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বুলবুল যদি আগ্রহ প্রকাশ করে আমাদের অনূর্ধ্ব-১৯ আছে, একাডেমি আছে, এইচপি আছে। সেখানে এক দুই বছর ভালো করলে জাতীয় দলে চলে আসতে পারবে।’

কিন্তু বিসিবি থেকে কি আসলেই বুলবুলকে প্রস্তাব দেওয়া হয়েছিল? আকরাম তার আগের কথারই প্রতিধ্বনি করলেন, ‘তাকে আমরা মৌখিকভাবে বলেছিলাম, যেহেতু সে অস্বীকার করেছে, ডোর ইজ ওপেন। বুলবুল যে মাপের প্লেয়ার ছিল বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে এবং আমি বিশ্বাস করি এখনও ওর দেয়ার আছে। সে যদি ইচ্ছা প্রকাশ করে অবশ্যই আমাদের এখানে নেব। আমাদের এখানে অনূর্ধ্ব-১৯ আছে, একাডেমি আছে। কিন্তু বুলবুলের আগ্রহটা গুরুত্বপূর্ণ। সে সময় দিতে পারবে কী না সেটাও দেখতে হবে।’

বিজ্ঞাপন

দেশিদের মধ্যে সেই মানের কোচ আসছে না, সেই প্রশ্নও উঠল। আকরাম অবশ্য স্পষ্ট করে জবাব দিতে পারলেন না, ‘হাথুরু কিন্তু শ্রীলঙ্কান। সে অস্ট্রেলিয়া গিয়ে কোচিং করিয়েছে। আমাদের বাংলাদেশের কারও কিন্তু এধরণের এক্সপেরিয়েন্সটা নেই বা এ ধরনের সুযোগের কেউ চেষ্টা করে না। এটা একটা আত্মবিশ্বাসের ব্যাপার আছে। বুলবুলের কথাটা এসেছে, কারণ সে দেশের বাইরে গিয়ে কাজ করছে। সেলিম (মাহবুবুর রহমান) আছে। তার সময় লাগবে। এটা আমাদের মাথায় আছে। বাংলাদেশের যারা আছেন ওনারা যদি বাইরে গিয়ে কোচিং করান আমাদের জন্য বিবেচনা করতে ভালো হয়।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর