Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির আগে ফিরে গেলেন তামিম


১৩ অক্টোবর ২০২০ ১৪:৩৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১৫:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের দ্বিতীয় ম্যাচের তৃতীয় ওভার শেষ না হতেই অঝোর ধারায় শুরু হয়েছে বৃষ্টি। ম্যাচও তাই আপাতত বন্ধ। বৃষ্টি শেষে মাঠ শুকালে তবেই না আবার খেলা গড়াবে। কিন্তু পরিতাপের বিষয় হলো, বৃষ্টি শুরুর আগেই ড্রেসিংরুমে ফিরে গেছেন তামিম একাদশের ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল।

ইনিংসের দ্বিতীয় ওভারে মাহমুদউল্লাহ একাদশের পেসার রুবেল হোসেনের বলে হয়েছেন এলবিডব্লিউ। তার আগে নামের পাশে যোগ করেছেন মাত্র ২ রান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) টস হেরে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম। শুরুর ওভারটি এবাদতকে বেশ ভালভাবেই সামলেছেন দেশ সেরা রান সংগ্রাহক তামিম। কিন্তু তার পরের ওভারে এসেই পা হড়কালেন চট্টলার এই সন্তান। রুবেলের প্রথম দুটি বাউন্সার কৌশলে সামলালেও পরের লোয়ার ডেলিভারিটি সামলাতে পারেননি। বল সোজা এসে তার পায়ে আঘাত হানতেই আবেদন তোলেন রুবেল। আম্পায়ারও আঙুল উঁচিয়ে জানিয়ে দেন, আউট। ফিরে যান তামিম।

বিজ্ঞাপন

তার বিদায়ে দ্বিতীয় উইকেটে তানজিদের সঙ্গে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। দুজনই শুরুর ঝক্কি সামলে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিতে চেষ্টা করছেন।

বৃষ্টির আগ পর্যন্ত দুজনই ৩ রানে অপরাজিত আছেন। দলের সংগ্রহ ১ উইকেটে ১২ রান।

তামিম ইকবাল একাদশ তামিম একাদশ বনাম মাহমুদউল্লাহ একাদশ তামিম ফিরলেন বিসিবি প্রেসিডেন্ট'স কাপ বৃষ্টিতে খেলা বন্ধ মাহমুদউল্লাহ একাদশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর