Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া সফরেও ইশান্তকে নিয়ে শঙ্কা


১৩ অক্টোবর ২০২০ ১৬:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে পড়ে চলতি আইপিএল শেষ হয়েছে দিল্লি ক্যাপিটালসের ইশান্ত শর্মার। আইপিএল খেলতে না পারলেও ধারণা করা হচ্ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে তিনি ফিট হয়ে ফিরবেন। তবে এবার ভারতীয় নির্বাচকদের কপালে ভাঁজ পড়েছে। বর্ডার-গাভাস্কার ট্রফি খেলা নিয়ে ইশান্তের শঙ্কা রয়েছেন। ভারতীয় জাতীয় দলের নির্বাচকরা মনে করছেন যথাসময়ে ফিট হয়ে ফিরতে পারবেন না তিনি।

আরব আমিরাতে দিল্লী ক্যাপিটালসের হয়ে অনুশীলনের সময় চোট পান তিনি। তা নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, ‘৭ অক্টোবর দুবাইতে অনুশীলনের সময় ইশান্ত শর্মা বাম পাঁজরে ব্যথা অনুভব করছিলেন। পরে খতিয়ে দেখা গেছে তিনি পেটের মাংস পেশির সমস্যায় ভুগছেন। এই চোটে দুর্ভাগ্যজনকভাবে তাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে।’

বিজ্ঞাপন

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে চার টেস্টের বর্ডার-গাভাস্কার সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে ভারতীয় দল। আর করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে বেশ আগেভাগেই দল চূড়ান্ত করে অস্ট্রেলিয়ায় পৌঁছাবে ভারতীয় দল। আর এই সময়ের মধ্যে ইশান্ত ফিট হয়ে ফিরতে পারবেন কিনা তা নিয়েই দুঃশ্চিন্তায় পড়েছে ভারতীয় নির্বাচকরা।

ভারতের হয়ে টেস্টে দুর্দান্ত পারফর্ম করছেন ইশান্ত শর্মা। জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামির মতো পেসার দিয়ে গড়েছেন দুর্ধর্ষ পেসার ত্রয়ী। আর তাদের এই দুর্দান্ত পারফরম্যান্সেই ভারতের পেস আক্রমণ এখন বিশ্বের অন্যতম সেরা। ভারতের হয়ে ইশান্ত শর্মা কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলকের সামনে আছেন। সব কিছু ঠিক থাকলে এই সফরেই মাইলফলকে স্পর্শ করার কথা ছিল এই সময়ে ভারতের পেস আক্রমণের অন্যতম ভরসার। তবে শেষ পর্যন্ত ইশান্তের অস্ট্রেলিয়া সফর করা হবে কিনা তা বলে দেবে চোট থেকে তিনি কত দ্রুত সেরে উঠতে পারেন তা।

আইপিএল আইপিএল শেষ ইনজুরি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইশান্ত শর্মা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর