করোনায় আক্রান্ত রোনালদো
১৩ অক্টোবর ২০২০ ২০:৩৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যাতে পর্তুগালের পরবর্তী ম্যাচটি খেলতে পারবেন না পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসাতে জাতীয় দলের অনুশীলনে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। সুইডেনের বিপক্ষে খেলছেন না তিনি।’
রোনালদোর শরীরে তেমন কোনো উপসর্গ নেই এবং তিনি সুস্থ আছেন বলা হয়েছে বিবৃতিতে। নেশন্স লিগের ম্যাচে আগামী বৃহস্পতিবার সুইডেনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে পর্তুগালের।
এই খবরে বড় চিন্তায় পরে গেল জুভেন্টাসও। কারণ আর মাত্র ১৫ দিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। এদিকে ইতালির আইন বলছে, করোনায় আক্রান্ত রোনালদোকে ন্যূনতম ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।