Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চূড়ান্ত এল ক্লাসিকোর সময়সূচি


১৪ অক্টোবর ২০২০ ০৯:১৩

ক্লাব ফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াই এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার ম্যাচটি সবসময় আকর্ষণ ছড়ায়। ২০২০/২১ মৌসুমে লা লিগার ৭ম রাউন্ডে এসে মুখোমুখি হবে তা নিশ্চিত ছিল লিগ মাঠে গড়ানোর আগেই। তবে নিশ্চিত ছিল না কবে, কখন মাঠে গড়াবে এল ক্লাসিকো। অবশেষে লা লিগা চূড়ান্ত সূচি ঘোষণা দিয়ে জানিয়েছে ক্যাম্প ন্যুতে আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিবৃতি দিয়ে এল ক্লাসিকোর সময়সূচি ঘোষণা দিয়েছে লা লিগা। এশিয়ার দর্শকদের কথা মাথায় নিয়ে এবারের এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

বিজ্ঞাপন

বায়ার্ন মিউনিখের কাছে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লজ্জার হারের পর বরখাস্ত কিকে সেতিয়েনের জায়গায় বসেছেন রোনাল্ডো কোম্যান। আর জিদানের সঙ্গে মাঠের লড়াইয়ের পর ডাগআউটের লড়াইয়ে এই প্রথম দেখা হবে কোম্যানের। এটি তার প্রথম এল ক্লাসিকোও বটে।

২০১৯/২০ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ক্যাম্প ন্যু থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল। আর ১ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলের ব্যবধানে জিতেছিল মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোটি।

নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোটিও গত মৌসুমের মতো অনুষ্ঠিত হবে ক্যাম্প ন্যু’তে। আর দ্বিতীয়টি আগামী ২০২১ সালে এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারে। তবে এল ক্লাসিকোতে মাঠে নামার আগে লা লিগার একটি এবং চ্যাম্পিয়নস লিগের একটি করে ম্যাচ আছে দুই দলেরই। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে রিয়ালের চেয়ে একদিন বেশি বিশ্রাম পাচ্ছে বার্সেলোনা। শনিবারের ক্লাসিকোর আগে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফেরেন্সভারোসের বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা। এর পরেরদিন ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে শাখতার দোনেৎস্ককে আতিথ্য দেবে রিয়াল।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিরতির আগে লা লিগার চার ম্যাচে তিন জয় এবং ড্র’তে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান পাঁচ নম্বরে।

এল ক্লাসিকো ক্যাম্প ন্যু নির্ধারণ রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা লা লিগা লিওনেল মেসি সময়সূচি সার্জিও রামোস স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর